Sunday, November 24, 2024
Homeসিলেট বিভাগহবিগঞ্জহবিগঞ্জে গরুর দাম বেশি হওয়ায় ক্রেতারা হতাশ

হবিগঞ্জে গরুর দাম বেশি হওয়ায় ক্রেতারা হতাশ

 

স্টাফ রিপোর্টারঃ

 

হবিগঞ্জে জমে উঠেছে কোরবানির হাট। হবিগঞ্জ জেলার বিভিন্ন বাজারে গরু নিয়ে পাইকার ও বিক্রেতারা পশু নিয়ে যাচ্ছেন। তবে অন্যবারের চেয়ে এব বছর গরুর দাম অতিরিক্ত। বাজারে আসা অনেক ক্রেতারা জানান, ১ লাখের নিচে ভালো কোনো গরু পাওয়া যাচ্ছে না।

 

তবে ঈদের দুই একদিন আগে দাম কিছুটা কমতে পারে বলে তাদের ধারণা। তাই অনেকে গরু না কিনে বাড়ি ফিরে যাচ্ছেন। ব্যবসায়ীদের দাবি খাদ্যের দাম বেড়ে যাওয়ায় গরু বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

 

বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীরা গরু নিয়ে এসে হবিগঞ্জের গরুর বাজার, মিরপুর বাজার, শায়েস্তাগঞ্জ বাজার, কেশবপুর বাজার, মাধবপুর বাজার, চুনারুঘাট বাজার, পৈল, নবীগঞ্জ বাংলা বাজারসহ বিভিন্ন বাজারে গরু সারিবদ্ধ করে বিক্রির জন্য রাখা হচ্ছে। তবে বাজারে পকেটমারের উপদ্রবও রয়েছে। এ ছাড়া জালটাকার ছড়াছড়িও রয়েছে। কোনো কোনো বাজারে জাল টাকা সনাক্তের জন্য মেশিন বসানো হয়েছে।

 

গতকাল সরেজমিনে শায়েস্তাগঞ্জ বাজারে দেখা যায় অনেক ক্রেতাদের কাছ থেকে পকেটমারেরা টাকা নিয়ে যাচ্ছে। অন্যদিকে পাইকারদের যন্ত্রনায় ক্রেতারা গরু না কিনেই শুধুমাত্র দরদাম করে বাড়ি ফিরছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments