Sunday, November 24, 2024
Homeসিলেট বিভাগসিলেটসুপারী ছিনিয়ে নেওয়ার ঘটনার জেরে কানাইঘাটে যুবককে রক্তাক্ত জখম

সুপারী ছিনিয়ে নেওয়ার ঘটনার জেরে কানাইঘাটে যুবককে রক্তাক্ত জখম

 

কানাইঘাট প্রতিনিধি::

কানাইঘাট চতুল সড়কের সরুফৌদ এলাকা থেকে টাটা পিকআপ গাড়ী আটকিয়ে শুকনো সুপারী লুট করার ঘটনা কেন্দ্র করে সালেহ আহমদ নামে যুবক কে মারধর করে মাতায় রক্তাক্ত জখম করা হয়েছে।

এ ঘটনাটি ঘটেছে গত শনিবার বিকেল ২টায় সরুফৌদ গ্রামের মৃত মোহাম্মদ আলীর বসতবাড়িতে। অভিযোগে যানা জায় গত ৪জুন সরুফৌদ গ্রামের হাবিবুর রহমানের পুত্র সালেহ আহমদের পিকআপ গাড়ী দিয়ে সিলেট শহরের কাজির বাজার থেকে বাউরভাগ প্রথম খন্ড গ্রামের আহমদ হোসেনের শুকনো সুপারী বস্তায় করে কানাইঘাট বাজারে আসছিলো। প্রতিমধ্যে রাত ৯টার দিকে কানাইঘাট চতুল সড়কের সরুফৌদ গ্রামের পাশে পিকআপ ভর্তি সুপারী গাড়ি আটকিয়ে চালক ফয়ছল আহমদকে মারধর করে বেশ কিছু সুপারী ছিনিয়ে নেয় কয়েক জন দূর্বৃত্ত।

এঘটনায় সুপারীর মালিক আহমদ হোসেন বাদী হয়ে কানাইঘাট থানায় সরুফৌদ গ্রামের মৃত মোহাম্মদ আলীর পুত্র কামাল আহমদ (২৮) তার ভাই বদরুল আহমদ (৩২) একই গ্রামের মাহতাব উদ্দীনের পুত্র পারভেজ আহমদ (২৬)ইজ্জত উল্লার পুত্র সাওদান আহমদ (২০)এর বিরুদ্ধে গত ৬জুন অভিযোগ দায়ের করেন। অভিযোগটি তদন্ত করার জন্য গত শনিবার অনুমান বিকেল ২টার দিকে থানার এস আই খালেদ আহমদ একদল পুলিশ নিয়ে অভিযোগের আসামী কামাল আহমদের বাড়ীতে যান।

এসময় সেখানে উপস্তিত টাটা পিকআপ গাড়ীর মালিক সালেহ আহমদের উপর দেশী ও লাঠি সোটা নিয়ে হামলা করে কামাল আহমদ ও তার ভাইরা। তাদের হামলায় মাতা পেটে রক্তাক্ত জখম হয় সে বলে তার পিতা হাবিবুর রহমান ও অভিযোগের বাদী আহমদ হোসাইন জানিয়েছেন।

পুলিশ হামলাকারীদের আটক করতে চাইলে তারা পালিয়ে যায়।পরে আহত সালেহ আহমদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে চিকিৎসা দেওয়া হয়। সুপারী ছিনিয়ে নেওয়া সহ হামলার ঘটনায় দায়িদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্তা গ্রহণ প্রক্ষিয়াধীন অবস্তা রয়েছে বলে এস আই খালেদ আহমদ জানিয়েছেন।

আহত সালেহ আহমদের পরিবার সদস্য সহ এলাকার অনেকে জানিয়ছেন হামলাকারী কামাল আহমদের বিরুদ্ধে মাদকের তিন টি মামলা রয়েছে একটি মামলায় তার ৬মাসের জেল হয়। এলাকায় নানা ধরণের অপকর্মে লিপ্ত তাকে সে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments