মতিউর রহমান গোয়াইনঘাট উপজেলা প্রতিনিধি::
গোয়াইনঘাটের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন তোয়াকুল ছাত্র কল্যাণ সংস্থার আয়োজনে অনুষ্ঠিত সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের মধ্যে সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৮ জুন (শনিবার) সকাল ১১টায় তোয়াকুল বাজার উচ্চ বিদ্যালয়ের হলরুমে সংগঠনের আহবায়ক শিব্বির আহমদের সভাপতিত্বে ও সদস্য তামিম আহমদ এর সসঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের অধ্যাপক ড. জফির সেতু, প্রধান আলোচকের বক্তব্য রাখেন সিলেট বিভাগের সহকারী স্বাস্থ্য পরিচালক ডা. মোহাম্মদ নূরে আলম শামীম,মৌলভীবাজার জেলা পুলিশ পরিদর্শক শাহজাহান সিরাজ সেলিম, সিলেট প্রেসক্লাবের সাধারনসম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মুনিম, তোয়াকুল বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্বাস উদ্দিন, সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার ফারুক আহমদ, জৈন্তাপুর তৈয়ব আলী ডিগ্রি কলেজের প্রভাষক আব্দুল জব্বার, জৈন্তাপুর উপজেলা কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপক ফয়েজ উল্লাহ এবং বড়লেখা উপজেলা উপজেলা সিনিয়র মৎস্য অফিসার জনাব মিসবাহ উদ্দিন আফজল, ছাত্র কল্যাণ সংস্থার সাবেক সাধারনসম্পাদক মাসুক আহমদ, গোয়াইনঘাট ছাত্র পরিষদের সাধারন সম্পাদক মো.মুছলেহ উদ্দিন মুনাঈমসহ প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন তোয়াকুল ছাত্র কল্যান সংস্থার আহবায়ক কমিটির সদস্য জাকোয়ান আহমদ ও রঞ্জন বিশ্বাস।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলায়ত করেন নোমান আহমদ, গীতাপাঠ করেন রঞ্জন বিশ্বাস।
উল্লেখ্য, মৌলভীবাজার জেলার পুলিশ পরিদর্শক শাহজাহান সিরাজ সেলিম, জৈন্তাপুর কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপক পরিচালক ফয়েজ উল্লাহ এবং বড়লেখা উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য অফিসার জনাব মিসবাহ উদ্দিন আফজলের সার্বিক সহযোগিতায়
গত ১৬ই মে তোয়াকুল ইউনিয়নের ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৫০জন ছাত্র ছাত্রী নিয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ৩টি শাখায় ১৮ জন প্রতিযোগীকে নির্বাচিত করে ফলাফল ঘোষণা করা হয়েছিল।
নির্বাচিত কৃতি শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত অতিথি বৃন্দ প্রতিযোগিতায় উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট, সম্মাননা ক্রেষ্ট, নগদ সম্মানির খাম তুলে দেন ও উপস্থিত শিক্ষার্থীর উদ্দেশ্য অনুপ্রেরণা ও পরামর্শমূলক বক্তব্য রাখেন।