ঝলক দত্ত, শ্রীমঙ্গল প্রতিনিধি:
এক বর্ণাঢ্য আয়োজনে শ্রীমঙ্গল খাইছড়া চা বাগান মাঠে উদ্বোধন করা হয়েছে প্রাইজমানি ফুটবল টূর্ণামেন্ট।
শুক্রবার (৭ জুন)বিকেলে ৪ টায় শ্রীমঙ্গল উপজেলার খাইছড়া চা বাগানের আয়োজনে খাইছড়া চা বাগান মাঠে উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে কমলগঞ্জ উপজেলার কুরমা চা-বাগান ও শ্রীমঙ্গল উপজেলার আদর্শ স্পোটিং ক্লাব ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত খেলার শুভ উদ্বোধন করেন ভুড়ভুড়িয়া চা বাগানের সহকারী ব্যবস্থাপক সাদিক আহমেদ। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক ফুটবলার ও ফুটবল একাডেমী শ্রীমঙ্গল এর প্রশিক্ষক ইকরামুর রহমান রানা, শ্রীমঙ্গল উপজেলার নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান রাজু দেব রিটন, শ্রীমঙ্গল উপজেলা রেফারি সমিতির সাবেক সভাপতি ও আমেরিকা প্রবাসী প্রনয় পাল,
শ্রীমঙ্গল রেফারি সমিতির সভাপতি সজল কান্তি দেব,কালীঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পরাগ বাড়ই।
খেলার শুরুতে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান রাজু দেব রিটন, ভাড়াউড়া চা বাগানের সহকারী ব্যবস্থাপক সাদিক আহমেদ ও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক ফুটবলার ও ফুটবল একাডেমী শ্রীমঙ্গল এর প্রশিক্ষক ইকরামুর রহমান রানাকে ফুল দিয়ে বরন করে নেন আয়োজকরা।
তরুন ফুটবলারদের নিয়ে গঠিত কুরমা চা বাগান ২-০ গোলে আদর্শ স্পোটিং ক্লাবকে হারিয়ে পূর্ণ পয়েন্ট অর্জন করে। খেলায় ম্যান অবদ্যা ম্যাচ নির্বাচিত হয় কুরমা চা-বাগানের ৭ নম্বর জার্সীধারী খেলোয়াড়
প্রভাত দ্বিবেদী।
জমজমাট এ খেলাটি উপভোগ করেন হাজারও ফুটবল প্রেমি দর্শক। আয়োজকরা জানান, ৩২টি দলের অংশগ্রহণে এই প্রাইজমানি ফুটবল টূর্ণামেন্ট শুরু হয়েছে। উদ্বোধনী খেলায় ধারা বিবরণীতে ছিলেন উজ্জ্বল পার্সী।
খেলাটি পরিচালনা করেন সুদর্শন দাশ, মো: আবুল কাশেম, সিরাজুল ইসলাম সেলু ও কাঞ্চন গৌড়।