Friday, November 8, 2024
Homeসিলেট বিভাগমৌলভীবাজারজুড়ীতে শিশু উন্নয়ন প্রকল্পের বার্ষিক উপহার বিতরণ 

জুড়ীতে শিশু উন্নয়ন প্রকল্পের বার্ষিক উপহার বিতরণ 

 

 

মৌলভীবাজার জেলা প্রতিনিধি

 

মৌলভীবাজারের জুড়ীতে আন্তর্জাতিক সংস্থা “কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ”র পরিচালিত মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের কার্যক্রমের উদ্বোধনী ও বার্ষিক উপহার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (৬ জুন) দুপুরে উপজেলার ফুলতলা ইউনিয়নের এলবিনটিলা পুঞ্জিতে মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এবং বার্ষিক উপহার বিতরণ করেন ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম সেলু।

 

লুমডনবক ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এলডিএফ) চেয়ারম্যান সিনিয়র পালক পাইরিন সুটিংয়ের সভাপতিত্বে ও সমাজকর্মী মাইকেল নংরুমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরমচাল লুমডনবক মিশনের পরিচালক ও এলডিএফ’র সাধারণ সম্পাদক লাভলী সুছিয়াং, প্রকল্প সমন্বয়কারী (পিডিএ) কনসালটেন্ট ডেন্টিনা মারলিয়া, এলবিনটিলা পুঞ্জির হেডম্যান (মান্ত্রী) এন্টনি পাটুয়াট।

 

অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প বরমচাল বিডি-০৪০৬ এর ব্যবস্থাপক পিউস পঃস্না, ইউপি সদস্য উত্তম গোষামী, প্রকল্পের চেয়ারম্যান সিউইং আমলেনরং, সেক্রেটারি লক্ষ্মী পঃথিমি, প্রকল্প ব্যবস্থাপক ডিকো সুরং, এলসিসি সদস্য ছেনমন তালাং প্রমুখ।

 

এ সময় প্রকল্পের ১৮০ জন উপকারভোগীর মাঝে বার্ষিক উপহারের ১টি করে পাতি, মশারী ও ছাতা বিতরণ করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments