মৌলভীবাজার জেলা প্রতিনিধি :
মৌলভীবাজার জেলার মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের ঐতিহ্যবাহী সিংকাপন আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয় অবস্থিত। গ্রামীণ পরিবেশ। কিন্তু আধুনিক মানসম্মত পাঠদানের কোন কমতি নেই।
বর্তমান ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. হুমায়ুন কবীর ২০২২ সালের ১৪ জুন তারিখে দায়িত্ব গ্রহণের পর থেকে তারই নেতৃত্বে ব্যবস্থাপনা কমিটির সদস্য ও শিক্ষকদের নিয়ে নানা কর্ম পরিকল্পনা করেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, খুবই পরিষ্কার-পরিচ্ছন্ন মনোরম প্রাকৃতিক পরিবেশ। রয়েছে বিশাল মাঠ, একাডেমিক ভবন, যেন সবকিছু পরিপাটি, সুপরিকল্পিত। চমৎকার সব ভবন বলে দিবে তার আকাশ ছোঁয়া স্বপ্নের কথা।
এছাড়া প্রতিষ্ঠানটিতে রয়েছে একদল দক্ষ, সৎ ও অভিজ্ঞ শিক্ষকমন্ডলী। যারা মানসম্মত আধুনিক পাঠদানের মাধ্যমে ধারাবাহিক সাফল্যে ভূমিকা রেখে যাচ্ছেন।
প্রতিষ্ঠানটিতে বর্তমানে ৪শ’ ছাত্র-ছাত্রী অধ্যয়ন করছে। শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারী রয়েছেন ২০ জন।
বর্তমান ব্যবস্থাপনা কমিটি বিদ্যালয়ে
সৌন্দয্য বর্ধনে অফিস কক্ষের সংস্কার, দরিদ্র শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস প্রদান, প্রতিষ্ঠালগ্ন থেকে প্রধান শিক্ষকমন্ডলী এবং ম্যানেজিং কমিটির সভাপতিগনের তালিকা তৈরি করা , শিক্ষক নিয়োগ ইত্যাদি।
এছাড়াও বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়।
ঐতিহ্যবাহী সিংকাপন আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রী, শিক্ষক, অভিভাবক, ব্যবস্থাপনা কমিটিসহ সকলের সমন্বয়ে যে সম্ভাবনা তৈরি হয়েছে তা বিরল ও মাইলফলক।