জালাল উদ্দিন লস্কর,হবিগঞ্জ জেলা প্রতিনিধি,
বুধবার (৫জুন) ৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপে মাধবপুরে হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি সৈয়দ মোঃ শাহজাহান টানা তৃতীয় বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।তিনি ঘোড়া প্রতীকে ৬২ হাজার ২৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী অসীম আনারস প্রতীকে পেয়েছেন ৩৮ হাজার ৫২। ভোট।উপজেলা চেয়ারম্যান পদে অপর প্রার্থী আওয়ামী লীগ নেতা শাহ সৈয়দ হাবিবউল্লাহ সুচন শালিক পাখি প্রতীকে পেয়েছেন ২ হাজার ২৫৪ ভোট।
এইবার নিয়ে সৈয়দ মোঃ শাহজাহান চতুর্থ বারের মতো উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন।১৯৯০ সালে তিনি প্রথমবারের মতো উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।তারপর ২০১৪,২০১৯ সালেও নির্বাচিত হন।জাকির হোসেন চৌধুরী অসীম ২০০৯ সালের নির্বাচনে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
ভাইস চেয়ারম্যান পদে মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ এরশাদ আলী বই প্রতীকে ২৮ হাজার ৬৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল আজিজ চশমা প্রতীকে পেয়েছেন ২৭ হাজার ৯৬৮ ভোট।ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৬ জন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন সেলাই মেশিন প্রতীকে আসমা আক্তার চৌধুরী । তার প্রাপ্ত ভোট ৪৯ হাজার ৯৩০ । নিকটতম প্রতিদ্বন্দ্বী ফাতেমা তুজ জোহরা রীনা পেয়েছেন ১৮ হাজার ২৩০ ভোট। ৪ জন প্রার্থী মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।
মোট ২ লাখ ৭৩ হাজার ১৯২ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ১ লাখ ৫ হাজার ৫৯ জন ভোটার।প্রদত্ত ভোটের হার ৩৮’৫২ ভাগ।