নিজস্ব প্রতিবেদক:::
ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনের চতুর্থ ও শেষ ধাপের ভোট হয়েছে আজ বুধবার। এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দেশের ৬০ উপজেলায় ভোট নেওয়া হয়।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জানিয়েছেন, চতুর্থ ধাপে ৩৪.৩৩ শতাংশ ভোট পড়েছে।
এর আগে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোট হয় ৮ মে, ভোটের হার প্রায় ৩৬ শতাংশ। দ্বিতীয় ধাপে ১৫৬ উপজেলায় ২১ মে ভোট পড়ে প্রায় ৩৮ শতাংশ। এছাড়া গত ২৯ মে তৃতীয় ধাপে ৩৫ শতাংশ ভোট পড়ে।
চতুর্থ তথা শেষ ধাপে ৬০টি উপজেলায় একজন চেয়ারম্যান, তিনজন ভাইস চেয়ারম্যান ও একজন মহিলা ভাইস চেয়ারম্যান ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ নির্বাচনে চেয়ারম্যান পদে ২৫১, ভাইস চেয়ারম্যান পদে ২৬৫ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২০৫ জনসহ মোট ৭২১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
শেষ ধাপে বেসরকারি ফলাফলে চেয়ারম্যান হলেন যারা-হবিগঞ্জের মাধবপুরে জিতেছেন সৈয়দ মো. শাহজাহান ও চুনারুঘাটে সৈয়দ লিয়াকত হাসান।
চাঁদপুরের কচুয়ায় মাহবুব আলম জিতেছেন।
রংপুরের বদরগঞ্জে ফজলে রাব্বি ও তারাগঞ্জে আনিসুর রহমান লিটন জয়ী হয়েছেন।
সুনামগঞ্জ সদরে খায়রুল হুদা চপল, শান্তিগঞ্জে সাদত মান্নান ও মধ্যনগরে আব্দুর রাজ্জাক বিজয়ী হয়েছেন।
বরগুনার তালতলীতে মনিরুজ্জামান মিন্টু জিতেছেন।
যশোর সদরে জিতেছেন তৌহিদ চাকলাদার ফন্টু।
চট্টগ্রামের লোহাগড়ায় খোরশেদ আলম জিতেছেন।
জামালপুরের সরিষাবাড়ীতে রফিকুল ইসলাম জয়ী হয়েছেন।
সিরাজগঞ্জের কামারখন্দে আব্দুল মতির চৌধুরী ও রায়গঞ্জে শোভন সরকার বিজয়ী হয়েছেন।
ময়মনসিংহের গফরগাঁওয়ে আশরাফ উদ্দিন বাদল, ভালুকায় রফিকুল ইসলাম ও নান্দাইলে আমিনুল ইসলাম শাহান জিতেছেন।
সিলেটের জকিগঞ্জে লোকমান উদ্দিন চৌধুরী ও কানাইঘাটে মোস্তাক আহমদ পলাশ জয়ী হয়েছেন।
বরিশালের বাবুগঞ্জে ফারজানা বিনতে ওহাব ও উজিরপুরে হাফিজুর রহমান ইকবাল জিতেছেন।
টাঙ্গাইলের বাসাইলে কাজী ওলিদ হোসেন ও গোপালপুরে কে এম গিয়াস উদ্দিন জয়ী হয়েছেন। কিশোরগঞ্জের ভৈরবে আবুল মনসুর ও বাজিতপুরে রেজাউল হক বিজয়ী হয়েছেন।