Friday, November 8, 2024
Homeখেলাধুলাক্রিকেটশান্তর অধিনায়কত্ব নিয়ে যা বললেন শরিফুল

শান্তর অধিনায়কত্ব নিয়ে যা বললেন শরিফুল

 

ক্রীড়া প্রতিবেদক,

 

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হয়ে গেছে পুরোদমে। যদিও বাংলাদেশ দলের বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে আগামী ৮ জুন। এদিকে, বিশ্বকাপে খেলতে যাওয়া ক্রিকেটারদের নিয়ে ধারাবাহিক সাক্ষাৎকার প্রচার করছে বিসিবি। আজকের (মঙ্গলবার) পর্বে ছিলেন পেসার শরিফুল ইসলাম। যেখানে তিনি সতীর্থদের সঙ্গে সম্পর্ক ও নাজমুল হোসেন শান্ত’র অধিনায়কত্ব নিয়ে কথা বলেছেন।

 

 

বাংলাদেশ দলে ক্রিকেটারদের পারস্পরিক সম্পর্ক কেমন সেই বিষয়টা বলতে গিয়ে মাহমুদউল্লাহ রিয়াদের উদাহরণ টানেন শরিফুল, ‘সত্যি কথা বলতে আমরা দলে খুব কমই সিনিয়র–জুনিয়র দেখি। সবাই মতে আমরা একটা পরিবার। তাই আচরণও বন্ধুর মতো। রিয়াদ ভাই সবার সঙ্গে ভালো মেশেন, উনি কিন্তু আমাদের সবার চেয়ে বড়। তো উনি এমনভাবে মেশেন, মনেই হয় না যে উনি আমাদের চেয়ে অত ভিন্ন বয়সের। উনি পুরো দলকে চাঙ্গা করে রাখেন। আর মনে হয় যে অনেক ছোট থেকে আমরা একসঙ্গে খেলতেছি।’

 

একইভাবে সিনিয়র ক্রিকেটারদের থেকে অনেক সমর্থন পাওয়ার কথাও উল্লেখ করেন শরিফুল, ‘খেলার সময় তো বড় ভাইরা অবশ্যই সমর্থন দেন। আমি যখন নিউজিল্যান্ডে খেলতেছিলাম, মুশফিক ভাই আমাকে একটা ভালো কথা বলেছে। ওইটা আমার কানে এখনও সবসময় লাগে। সেটা গোপনই থাক।’

 

 

অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে নিয়ে শরিফুল বলেন, ‘খুব ভালো, স্বাধীনতা দেয়। আর খুব বন্ধুত্বপূর্ণ আচরণ। সবাই উনাকে খুব পছন্দ করে। কারণ আমরা যদি বোলাররা কিছু একটা করতে চাই, কিছু একটা যদি বলি, উনি ওইটা খুব গুরুত্ব সহকারে দেখে। সব অধিনায়কই এমনভাবে দেখে, শান্ত ভাইও একই। শান্ত ভাইয়ের সঙ্গে অনেকদিন ধরে খেলতেছি। সেক্ষেত্রে আচরণ বা যাই বলি সবকিছুই ভালো।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments