কাগজ প্রতিবেদনে ::
সিলেটে পুলিশের বাধা উপেক্ষা করে, সাঈদীর গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর জামায়াত নেতা, সাবেক সংসদ সদস্য মরহুম হযরত মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর গায়েবানা জানাজা সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়।
বুধবার (১৬ আগস্ট) দুপুর দুইটার দিকে সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে এই জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় জামায়াতের কয়েক শত নেতাকর্মী অংশ গ্রহণ করেন। এ সময় নেতাকর্মীদের সরকার বিরোধী স্লোগান দিতে শোনা যায়।
তবে আজ যোহরের নামাজ পরে কয়েক শত মানুষ আলিয়া মাঠে জড়ো হয় , পুলিশের বাধা উপেক্ষা করে, জানাযার নামাজ সম্পন্ন করতে দেখা গেছে।
এ সময় নেতাকর্মীদের সরকার বিরোধী স্লোগান দিতে শোনা যায়। তারা মিছিল আকারে আলিয়া মাদ্রাসা মাঠ ত্যাগ করেন।
জানাজাকে কেন্দ্র করে আলিয়া মাদ্রাসার আশপাশের এলাকায় সকর্ত অবস্থান নেয় পুলিশ।
এর আগে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে বুধবার সিলেটে ‘গায়েবানা’ জানাজার আয়োজন করতে চাইলে অনুমতি দেয়নি সিলেট মহানগর পুলিশ।
গত সোমবার (১৪ আগষ্ট) রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায মারা যান দেলাওয়ার হোসাইন সাঈদী। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। সাঈদী জামায়াতে ইসলামীর নায়েবে আমির ছিলেন।
কাগজ /অনলাইন/রিপোর্ট-আরএ