Wednesday, November 13, 2024
Homeসিলেট বিভাগসিলেটএবার সুরমার পানি প্রবেশ করেছে সিলেট শহরে

এবার সুরমার পানি প্রবেশ করেছে সিলেট শহরে

স্টাফ রিপোর্টার,

 

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েকদিনের ভারী বৃষ্টিপাতে এবার তলিয়ে গেছে সিলেট নগরীর বেশকিছু এলাকা। সীমান্তবর্তী উপজেলাগুলো থেকে পানি নামতে শুরু করলেও সুরমা নদীর পানি প্রবেশ করছে সিলেট শহরে। এতে নগরীর তালতলা, জামতলা, মাছিমপুর, উপশহর, যতরপুরসহ বেশ কয়েকটি এলাকা জলমগ্ন হয়ে পড়েছে।

 

এসব এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, পানি ঢুকে পড়েছে বসতবাড়িতে। কোথাও হাঁটু পর্যন্ত আবার কোথাও কোমর সমান পানি। ফলে দুর্ভোগে পড়েছে নগরবাসীরা।

 

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) জানিয়েছে, সিলেট নগরীর প্রায় ৪ হাজার মানুষ এখন পানিবন্দী।

 

সিটি করপোরেশনের বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন সিসিকের ভারপ্রাপ্ত মেয়র মখলিছুর রহমান কামরান। তিনি বলেন, পানিবন্দী মানুষদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। খোলা হয়েছে আশ্রয়কেন্দ্র। শুকনো খাবার, পানি বিশুদ্ধিকরণ ট্যাবলেটসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী তাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।

 

 

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সুরমা নদীর পানি সিলেট পয়েন্টে বিপদসীমার ৬ সেন্টিমিটার ও কুশিয়ারা নদীর পানি অমলশিদ পয়েন্টে বিপদসীমার ১৯৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments