স্টাফ রিপোর্টারঃ
হবিগঞ্জ সদর উপজেলা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আশিকুর রহমান। নির্বাচনে হেলিকপ্টার প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
তবে, হারিয়েছেন জামানত। আইন অনুযায়ী, একটি নির্বাচনে যত ভোট পড়ে তার শতকরা সাড়ে ১২ শতাংশ ভোট প্রার্থীরা যদি না পান তাহলে তার জামানতের টাকা বাজেয়াপ্ত হয়।
শিল্পী আশিক হেলিকপ্টার প্রতীক নিয়ে ভোট পেয়েছেন মাত্র ২৮২২। সদর উপজেলা নির্বাচনে মোট বৈধ ভোটের সংখ্যা ৯১১৩৪
এই তুলনায় দেখা যাচ্ছে জামানত হারিয়েছেন আশিক। তবে নতুন প্রার্থী হিসেবে তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন। জামানত হিসেবে প্রত্যেক প্রার্থী কে নির্বাচন কমিশনের আইন অনুযায়ী চালানের মাধ্যমে নির্দিষ্ট অংকের টাকা জমা দিতে হয়। শর্ত পূরণ করলে জামানতের অর্থ ফেরৎ দেওয়ার নিয়ম চালু আছে।