নিজস্ব প্রতিনিধি,
সুনামগঞ্জে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে আজ ২৯ মে ছাতক ও দোয়ারাবাজার উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ কার্যক্রম শেষ হয়েছে। এই উপলক্ষ্যে আজ সকাল থেকে ছাতক ও দোয়ারাবাজার উপজেলায় বিভিন্ন ভোটকেন্দ্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন কারেন পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ এহ্সান শাহ্, পিপিএম-সেবা।
এ সময় সাথে ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী। পুলিশ সুপার ভোট কেন্দ্র এবং নির্বাচনী দায়িত্বে মোতায়েনকৃত অফিসার-ফোর্সের ডিউটি তদারকি করেন এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচনী কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় জাল ভোটের বিষয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন, এ ধরণের ভোট দেওয়ার কোন সুযোগ নাই। এখানে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং কেন্দ্রে যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আছে সকলে এই বিষয় সতর্ক আছে।