বিশেষ প্রতিনিধি,
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোটগ্রহণ চলছে। বুধবার (২৯ মে) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিভিন্ন উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোট চলছে।
ফেঞ্চুগঞ্জ বিশেষ প্রতিনিধি ফরিদ উদ্দিন জানান, উপজেলা মোট কেন্দ্র রয়েছে ৩৬টি। মোট ভোটার রয়েছে ৮৮হাজার ৫শ’। এর মধ্যে কতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে ভোটার রয়েছেন ২ হাজার ৫৮১ জন; সকাল সোয়া নয়টা পর্যন্ত ভোট পড়েছে ৭৫।
গঙ্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটার রয়েছেন ২ হাজার ৬৬৫; সকাল ১০টা পর্যন্ত ভোট পড়েছে ২২৩। সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ১০টা পর্যন্ত ভোট পড়েছে ২৪৫; এই কেন্দ্রে ১ হাজার ৫৭৫টি।
মানিককোনা স্কুল এন্ড কলেজ কেন্দ্রে মোট ভোটার রয়েছে ৩ হাজার ৫১৬; সকাল ১০টা পর্যন্ত ভোট পড়েছে ১৫৫টি। ইলাশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার রয়েছে ২০০৮; বেলা ১১টাপর্যন্ত ভোট পড়েছে ২১৫টি। অপরদিকে, তানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে বেলা পৌনে ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৫৭৭; এ কেন্দ্রে মোট ভোটার রয়েছেন ৩ হাজার ২৬৭।
বেলা ১২টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানা গেছে।