Friday, November 8, 2024
Homeখেলাধুলাক্রিকেটবিশ্বকাপে গিয়ে শান্তর অভিযোগ বাংলাদেশের উইকেট নিয়ে

বিশ্বকাপে গিয়ে শান্তর অভিযোগ বাংলাদেশের উইকেট নিয়ে

 

স্পোর্টস ডেস্ক,

বাংলাদেশে ভালো উইকেট না পাওয়ার আফসোস শান্তর।

দুটি তথ্য আগে দেখে নিন। এক, আগামী মাসে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে হতে যাওয়া বিশ্বকাপটি নিয়ে যে ৯টি টি-টোয়েন্টি বিশ্বকাপ হলো, তার সবগুলোতেই খেলেছে বাংলাদেশ। দুই, আগের আট বিশ্বকাপে একবারও নকআউট পর্বে ওঠা হয়নি বাংলাদেশ দলের।

 

 

আট বিশ্বকাপের সবগুলোতেই খেলেছে এমন দল আছে ৯টি। তার মধ্যে ছয়টি অন্তত একবার (ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ দুবার করে) বিশ্বকাপ জিতেছে। নিউজিল্যান্ড একবার রানার্সআপ হয়েছে, দক্ষিণ আফ্রিকা দুবার থেমেছে সেমিফাইনালে গিয়ে। বাংলাদেশের সর্বোচ্চ অর্জন – পাঁচবার থেমেছে দ্বিতীয় রাউন্ডে গিয়ে।

 

গত কয়েকবারে বিশ্বকাপে গিয়ে বাংলাদেশের পক্ষ থেকে ‘পরের বিশ্বকাপই লক্ষ্য’ কথাটা এমনই পর্যায়ে চলে গেছে যে, এটি এখন এ দেশের ক্রিকেটে ট্রলের বিষয় হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারের পর এবারের বিশ্বকাপেও বাংলাদেশকে নিয়ে আশাবাদী হতে পারছেন না দেশের ক্রিকেটপ্রেমীরা।

 

এর মধ্যে আজ বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছেন পুরোনো এক কথা। টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলের ভোগান্তির ব্যাখ্যায় শান্ত বলেছেন, বাংলাদেশ দল দেশের মাটিতে খুব কম সময়েই ভালো উইকেটে খেলে।

 

‘আমাদের ভালো উইকেটে খেলতে হবে। অনেকেই এটাকে অজুহাত হিসেবে দেখতে পারেন, তবে বাস্তবতাটা হলো, আমরা খুব কম ম্যাচই ভালো উইকেটে খেলি’ – সংবাদসংস্থা এএফপিতে বলেছেন শান্ত। এর আগে যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারের পরও উইকেটকেই দায়ী করেছিলেন শান্ত।

 

ব্যাটিং তো অনেকদিন ধরেই বাংলাদেশ দলের মাথাব্যথার কারণ। টপ অর্ডার রান পাচ্ছে না, যাঁরা রান পান তাঁদের স্ট্রাইকরেট এ যুগের টি-টোয়েন্টির সঙ্গে মানানসই নয়। সব মিলিয়ে আইপিএলের যুগে ১৮০-২০০ রানকেও ‘ডালভাত’ বানিয়ে ফেলা টি-টোয়েন্টির দিনে বাংলাদেশ ঘুরেফিরে ১৪০-১৬০ রানেই আটকে যায় বেশিরভাগ সময়।

 

ভালো উইকেট পেলেই যে রাতারাতি সব বদলে যাবে, এমন তো নয়। শান্তও বললেন, ‘ছয় মাসের মধ্যে সবকিছু বদলে ফেলা কঠিন। আমরা যদি ভালো উইকেটে এক-দুই বছর খেলতে থাকি, তাহলে স্ট্রাইক রেটের উন্নতি হবে।’

 

বিশ্বকাপের আগে আজ আইসিসি আয়োজিত দুই প্রস্তুতি ম্যাচের প্রথমটি খেলবে বাংলাদেশ। প্রতিপক্ষ? যুক্তরাষ্ট্র! বাংলাদেশ সময় রাত ৯টা ৩০ মিনিটে শুরু হতে যাওয়া ম্যাচটি অবশ্য বাংলাদেশে কোনো টিভি চ্যানেলে দেখা যাবে বলে এখনো জানা যায়নি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments