Sunday, November 24, 2024
Homeসারাদেশসিলেটে অবস্থান করছে স্থল নিম্নচাপটি, বন্দরে এখনও সতর্কতা

সিলেটে অবস্থান করছে স্থল নিম্নচাপটি, বন্দরে এখনও সতর্কতা

 

নিজস্ব প্রতিবেদক,

 

প্রবল ঘূর্ণিঝড় রিমাল থেকে শক্তি হারিয়ে স্থল নিম্নচাপটি এখন সিলেট ও তৎসংলগ্ন এলাকায় অবস্থা করছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এটি উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে আরও দুর্বল হয়ে যাবে।

 

আজ মঙ্গলবার দেওয়া আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি জানিয়ে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে সংস্থাটি।

 

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুর্বল হতে থাকা এই স্থল নিম্নচাপটির প্রভাবে সমুদ্রবন্দরগুলো, উত্তর বঙ্গোপসাগর ও দেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া অব্যাহত থাকতে পারে।

 

পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে।

 

এদিকে, আবহাওয়া অফিস জানিয়েছে গত ২৪ ঘণ্টায় (আজ মঙ্গলবার ভোর ৬টা) সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে চাঁদপুরে ২৫৭ মিলিমিটার। ঢাকায় বৃষ্টি হয়েছে ২২৪ মিলিমিটার। এছাড়া চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টি হয়েছে ২৪৯ মিলিমিটার করে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments