জালাল উদ্দিন লস্কর, হবিগঞ্জ জেলা প্রতিনিধি:
মাধবপুর পৌরসভার দরগাবাড়ী পৌর দাখিল মাদ্রাসায় পকেট কমিটি গঠনের অভিযোগ উঠেছে সুপার ছিদ্দিকুর রহমানের বিরুদ্ধে। এ ব্যাপারে প্রতিকার চেয়ে এলাকাবাসীর পক্ষ থেকে হবিগঞ্জের জেলা প্রশাসক বরাবরে অভিযোগ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে মাদ্রাসা কমিটি গঠনের বিষয়ে এলাকায় কোনপ্রকার প্রচার প্রচারণা না করে নিজের পছন্দের লোকদের নিয়ে গত ২১ মে মাদ্রাসার সুপার ছিদ্দিকুর রহমান ৮ সদস্যের কমিটি গঠনের মাধ্যমে মাদ্রাসার তহবিল আত্মসাত সহ নানা হীণ উদ্দেশ্য বাস্তবায়নের নীল নকশা তৈরী করেছেন। মাদ্রাসা সুপারের বিরুদ্ধে এমনিতেই নানা অনিয়ম সহ অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে।
সাংবাদিক হয়রানীর অভিযোগও রয়েছে সুপার ছিদ্দিকুর রহমানের।নিজের অপকর্ম ঢাকতেই তিনি তড়িঘড়ি করে নিজের পছন্দের লোকজনের সমন্বয়ে একটি পকেট কমিটি তৈরী করেছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। কমিটি গঠনের বিষয়ে প্রচার প্রচারনা না করায় আগ্রহী অনেকেই প্রার্থী হওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন।
অভিযোগে এই বিধিবহির্ভূত পকেট কমিটি এবং মাদ্রাসা সুপার ছিদ্দিকুর রহমানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিযেছেন এলাকাবাসি।
অভিযোগকারী শাহ স্বপন জানান, ‘এরকম একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্টান মাদ্রাসা সুপারের খামখেয়ালীপনা ও অনিয়ম স্বেচ্ছাচারীতার কারনে ধ্বংস হয়ে যাবে এটা মেনে নেওয়া যায় না। ‘
দরগাবাড়ী পৌর দাখিল মাদ্রাসার সুপার ছিদ্দিকুর রহমান দাবি করেন, তার বিরুদ্ধে যে যা ইচ্ছা বলুক।তিনি এসবের তোয়াক্কা করেন না।