Friday, November 8, 2024
Homeসিলেট বিভাগহবিগঞ্জনিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড

নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড

 

 

জালাল উদ্দিন লস্কর, হবিগঞ্জ জেলা প্রতিনিধি প্রতিনিধি:

 

মাধবপুর পৌরসভার কর্মচারী নিয়োগের লিখিত পরীক্ষায় অসুদপায় অবলম্বনের দায়ে হোসেন মোহাম্মদ রুবেল নামের এক প্রার্থীকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।হোসেন মোজাম্দ রুবেল মাধবপুর পৌরসভার ১ নং ওয়ার্ড পুর্ব মাধবপুর গ্রামের জহির মিয়ার ছেলে।

 

আজ শনিবার(২৫ মে) সকাল ১১ টার সময় মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে পৌরসভার ৬ টি শুন্য পদে নিয়োগের নিমিত্তে অনুষ্টিত লিখিত পরীক্ষায় দন্ডপ্রাপ্ত হোসেন মোহাম্মদ রুবেলকে অসদুপায় অবলম্বনের সময় হাতেনাতে আটক করেন হবিগঞ্জ জেলা প্রশাসন থেকে আগত সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমি পাল।পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে হোসেন মোাহাম্মদ রুবেলকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম ফয়সাল।

 

ইউএনও এ কে এম ফয়সাল দেশ রূপান্তরকে জানান, ‘ পৌরসভার সার্ভেয়ার,নিম্নমান সহকারী কাম মুদ্রাক্ষরিক,কার্য সহকারী,টিকাদানকারী বিদ্যুৎ হেলপার ও ট্রাক হেলপারের ৬ টি পদের জন্য লিখিত পরীক্ষা চলাকালীন দন্ডপ্রাপ্ত হোসেন মোঃ রুবেলকে অসদুপায় অবলম্বনের দায়ে হাতেনাতে আটক করেন কর্তব্যরত ম্যাজিস্ট্রেট। পরীক্ষায় ৫৭ জন প্রার্থী অংশ নেন।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments