Sunday, November 24, 2024
Homeঅপরাধশ্রীমঙ্গলে প্রতিবন্ধী সন্তানকে হত্যার অভিযোগে বাবা-মা আটক

শ্রীমঙ্গলে প্রতিবন্ধী সন্তানকে হত্যার অভিযোগে বাবা-মা আটক

 

ঝলক দত্ত,শ্রীমঙ্গল প্রতিনিধি:

শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে প্রতিবন্ধী শিশুকে হত্যাকারী পিতা-মাতাকে আটক করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।

শ্রীমঙ্গল উপজেলার ২নং ভূনবীর ইউনিয়নের রাজপাড়া গ্রামের দুই বছরের শিশু ফারিয়া জান্নাত মিলি জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী ছিল। সে কোনোভাবে চলাফেরা করতে পারতো না।

তার বাবা রাশেদ মিয়া ও মা শাপলা বেগম তাকে দেখাশোনা করতে গিয়ে এক সময় অধৈর্য হয়ে তার উপর অত্যাচার শুরু করে। মাঝে মাঝে তাকে ঘরের বাহিরে নিয়ে ফেলে রাখত।

 

গত ১৭ মে ০৪.৩০ ঘটিকার সময় উক্ত প্রতিবন্ধি মেয়েকে তার পিতা মাতা পূর্ব পরিকল্পিতভাবে পরিবারের সকলের অগোচরে হত্যা করার জন্য মুখে কিটনাশক জাতীয় বিষ ঢেলে দেয়।

উক্ত বিষয়টি বাদীর ছেলে দেখতে পেয়ে ডাক চিৎকার করলে বাদীসহ আশেপাশের লোকজন প্রতিবন্ধি শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শ্রীমঙ্গলে নিয়ে আসলে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরন করা হয় ।

মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়ার পথিমধ্যে প্রতিবন্ধী শিশুটি মারা যায়। পরবর্তীতে শিশুর নানা ওয়াসির মিয়া বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলা দায়ের করার পর হতে অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় এঁর সার্বিক দিক নির্দেশনায় শিশুকে হত্যাকারী ঘাতক পিতা মাতাকে গ্রেফতারের জন্য তথ্য প্রযুক্তির সহায়তায় বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়।

তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামীদ্বয়ের অবস্থান নির্ণয় করে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র) /মোঃ আমিনুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে গত ২২মে রাত ১১.০০ ঘটিকার সময় হবিগঞ্জ জেলার হবিগঞ্জ সদর থানাধীন দক্ষিন চতুল গ্রাম হতে আসামী ১) রাশেদ মিয়া (২৫), পিতা-ফয়জুল মিয়া ২) শাপলা বেগম (২২) স্বামী-রাশেদ মিয়া, উভয় সাং রাজপাড়া থানা: শ্রীমঙ্গল জেলা: মৌলভীবাজার‘দ্বয়কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে ২৩ মে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments