Sunday, November 24, 2024
Homeসিলেট বিভাগআজমিরীগঞ্জে ১২০লিটার চোলাই মদ সহ এক মাদক কারবারি আটক,দুইজন পলাতক

আজমিরীগঞ্জে ১২০লিটার চোলাই মদ সহ এক মাদক কারবারি আটক,দুইজন পলাতক

 

বিশেষ প্রতিনিধিঃ

আজমিরীগঞ্জ কাকাইলছেও ইউনিয়নের সাহানগর গ্রামে ১২০ লিটার চোলাই মদ, ও মদ তৈরির উপকরণ ১০০ লিটার জাওয়া সহ এক মাদক কারবারি কে আটক করেছে আজমিরীগঞ্জ থানা পুলিশ। জানাযায়, আজমিরীগঞ্জ থানার এস আই জয়ন্ত রায় তালুকদার,ও এএসআই ইউসুব আলী, সঙ্গীয় ফোর্সসহ কাকাইলছেও ইউনিয়নে মাদক দ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করাকালীন সময়ে রনিয়া অবস্থান কালে গোপন সংবাদের ভিত্তিতে কাকাইলছেও ইউনিয়নের সাহানগর গ্রামে চোলাই মদ বিক্রি করছে ২ / ৩ জন ব্যবসায়ী।গতকাল বুধবার গোপন সংবাদের ভিত্তিতে বিকাল বেলায় ১২০ লিটার মদ ও মদ তৈরির ১০০ লিটার জাওয়া ওয়াসা সহ কাকাইলছেও ইউনিয়নের সাহা নগর গ্রামের মৃত পুর্ন রবি দাসের ছেলে বিধু রবি দাস (৪০) কে হাতে নাতে সাদা পলি ব্যাগ ও ২৪ লিটার চোলাই মদ সহ আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকি দুই জন আসামি পালিয়ে যায়। বিধু রবি দাসকে জিজ্ঞেসা করলে সে চোলাই মদ বিক্রির জন্য নিজ হেফাজতে রেখেছেন। সাক্ষীদের সম্পর্কে জানতে চাইলে অপর আসামী কাকাইলছেও ইউনিয়ন সাহানগর গ্রামের মৃত কাঙ্গাল রবিদাসের পুত্র সুবল রবি দাসের বাড়ি থেকে ২৫ লিটার, ও ১২ লিটার সহ মোট ৩৭ লিটার চোলাই মদ ও ৪০ লিটার জাওয়া ওয়াস উদ্ধার করা হয়।অপর আসামি একই গ্রামের মৃত রামরতন রবি দাসের পুত্র আবু রবি দাসের বাড়ি থেকে প্লাস্টিকের বোতল, সাদা পলি ব্যাগ থেকে ৫৯ লিটার ও ঘরের ভিতরে মটকা থেকে মদ তৈরির ৬০ লিটার জাওয়া ওয়াস উদ্ধার করা হয়। স্থানীয়সূত্রে জানা যায়, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘ দিন যাবত চোলাই মদ তৈরি ও ব্যবসা করে আসছে,এবং এলাকার যুব সমাজের ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে।

এই বিষয়ে আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমেদ বলেন, এদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে এবং মাদকের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments