বিশেষ প্রতিনিধি,
হবিগঞ্জের আজমিরীগঞ্জে খঁড়ের গাদায় কাজ করার সময় জালাল মিয়া (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১মে) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের বিরাট ভাটীপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত জালাল বিরাট ভাটিপাড়া গ্রামের ইউসুফ মিয়ার ছেলে।
জানা গেছে, গরুর জন্য খাদ্যের জোগান দিতে সকালে দুই ছেলে ও পরিবারের লোকজনকে সাথে নিয়ে রাস্তার পাশে ধানের খঁড়ের গাদা বাঁধার কাজ করছিলেন জালাল।
দুপুরে খঁড়ের গাদার উপরে কাজ করার সময় হঠাৎ অজ্ঞান হয়ে নিচে রাস্তায় পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হন তিনি। পরিবারের লোকজন তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জালাল মিয়াকে মৃত ঘোষনা করেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক অভিজিৎ দাস জানান, মাথায় আঘাত পাওয়ার ফলে রক্ষক্ষরণে মৃত্যু হয়েছে।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ডালিম আহমেদ বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জালাল মিয়ার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।