নিজস্ব প্রতিবেদক,
চলছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। চার ধাপে এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। দ্বিতীয় ধাপে সিলেট বিভাগের ১০টি উপজেলায় মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে টানা ভোটগ্রহণ।
ভোট চলাকালীন কোথাও বড় ধরণের কোনো অপ্রীতিকর ঘটনা কোথাও ঘটার খবর পাওয়া যায়নি। তবে বিচ্ছিন্ন দু-একটি ঘটনা ঘটেছে। জাল ভোট দেওয়ার অভিযোগে সিলেজ জেলার কোম্পানীগঞ্জে দুজন ও জৈন্তপুরে দুজন আটক হয়েছেন। এছাড়া জৈন্তাপুরে ভোটকেন্দ্রের বুথে মোবাইল ফোন নিয়ে একসঙ্গে ৬ যুবক প্রবেশের অভিযোগে তাদের আটক করা হয়।
সিলেট বিভাগে ভোট অনুষ্ঠিত হওয়া উপজেলাগুলো হচ্ছে- সিলেট জেলার কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর ও গোয়াইনঘাট, সুনামগঞ্জ জেলার ধর্মপাশা, তাহিরপুর, বিশ্বম্ভরপুর ও জামালগঞ্জ, মৌলভীবাজার জেলার রাজনগর এবং হবিগঞ্জ জেলার বাহুবল ও নবীগঞ্জ উপজেলা।
একই দিনে মৌলভীবাজার সদর উপজেলায়ও ভোটগ্রহণের কথা থাকলেও দুদিন আগে সে উপজেলার নির্বাচন স্থগিত করা হয়।