দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:
আসন্ন দোয়ারাবাজার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে ভোটের লড়াইয়ে নেমেছেন অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক। প্রতীক বরাদ্দের পর থেকে তিনি মোটরসাইকেল প্রতীকের প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। এবার চেয়ারম্যান পদে তিনিসহ মোট ৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ২৯ মে দোয়ারাবাজার উপজেলায় নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক উপজেলা আ’লীগের আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান। তিনি জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত শিক্ষক এবং মহান মুক্তিযুদ্ধের একজন যুদ্ধবীর। একজন প্রাজ্ঞ রাজনীতিবিদ হিসেবে সুনামগঞ্জ জেলার সর্বস্তরের মানুষের মাঝে রয়েছে তাঁর ব্যাপক গ্রহণযোগ্যতা।
অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক দোয়ারাবাজারের একজন আলোকিত মানুষ। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনারবাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়ন এবং তাঁরই সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নমূলক কাজকে শহর থেকে গ্রামাঞ্চলে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে দীর্ঘ কয়েকযুগ ধরে তৃণমূল পর্যায়ে নিজেকে নিয়োজিত রেখেছেন। তিনি নির্বাচিত হলে টেকসই উন্নয়ন বাস্তবায়নের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আন্তরিক ভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।
ইদ্রিস আলী বীরপ্রতীক রাজনৈতিক অঙ্গনে ক্লিন ইমেজধারী একজন ব্যক্তি। পেশাগত জীবনে তাঁর সততার জন্যই তিনি সব মহলে জনপ্রিয় মানুষ। এই সমাজহিতৈষী ও বরেণ্য শিক্ষাবিদ আসন্ন দোয়ারাবাজার উপজেলা পরিষদ নির্বাচনে আবারও চেয়ারম্যান পদে ভোটের লড়াইয়ে নেমেছেন।
তাঁর সর্থক ভোটাররা মনে করেন, অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক একজন আলোকিত মানুষ। তাঁর ব্যক্তি ইমেজে সকলের কাছে গ্রহণযোগ্য। তাঁকে চেয়ারম্যান পদে নির্বাচিত করা হলে এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন সাধিত হবে।