Sunday, November 24, 2024
Homeবিনোদনডিপজলের বিজয়ী হওয়ার ফলাফল স্থগিত!

ডিপজলের বিজয়ী হওয়ার ফলাফল স্থগিত!

বিনোদন প্রতিবেদক :

গেলো বারের মতো এবারও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন মামলার বেড়াজালে বন্দী হয়ে গেলো। এবারের ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে ডিপজলকে বিজয়ী ঘোষণার ফলাফল স্থগিত করেছেন হাইকোর্ট। এমনকী অনিয়মের ঘটনায় তদন্তের পাশাপাশি রুল জারি করেছেন আদালত। নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ডিপজল সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করতে পারবেন না বলে জানা গেছে।

 

জানা গেছে, শিল্পী সমিতির এবারের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে পরাজিত প্রার্থী নিপুণের করা এক রিটের শুনানি শেষে ২০ মে (সোমবার) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন। আদালতে নিপুণের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী শাহ মনজুরুল হক।

 

গেলো মাসের ১৯ তারিখে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে নিপুণ ও মাহমুদ কলি প্যানেলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে মিশা – ডিপজল প্যানেল। ভোট গ্রহণ শেষে ২০ এপ্রিল সকালে ফলাফল ঘোষণা করা হয়। ঘোষিত ফলাফলে সভাপতি পদে মিশা সওদাগর ২৬৫ ভোট পেয়ে নির্বাচিত হন। আর ১৭০ ভোট পান তার প্রতিদ্বন্দ্বী সভাপতি প্রার্থী মাহমুদ কলি। অন্যদিকে মাত্র ১৬ ভোটের ব্যবধানে সাধারণ সম্পাদক পদে মনোয়ার হোসেন ডিপজলের কাছে হেরে যান নিপুণ আক্তার। যেখানে ডিপজল পান ২২৫ ভোট আর নিপুণ আক্তার পান ২০৯ ভোট।

 

রিট নিয়ে নিপুণ গণমাধ্যমকে বলেন, নির্বাচন কমিশন বাতিল ভোটের সংখ্যা সঠিক দেননি। আমার জানা মতে, ৮১টি ভোট বাতিল হয়েছে। কিন্তু তারা ৪০টি ভোট বাতিল দেখিয়েছে। এটা নিয়ে স্পষ্ট করে কোনো কিছুই আমাদের প্যানেলকে জানায়নি নির্বাচন কমিশন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments