দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা নরসিংপুর ইউনিয়নে চেলা নদীতে বজ্রপাতে ২ বালু শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে।
সোমবার (২০ মে) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার নরসিংপুর ইউনিয়নের চেলানদীর সোনাপুর-পূর্বচাইরগাঁও এলাকায় এই ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন,ছাতকের ইসলামপুর ইউনিয়নের
নোয়াগাঁও (গনেশপুর) গ্রামের আনছার উদ্দিনের পুত্র দুলন মিয়া (২৮). বাহাদুরপুর গ্রামের মুসলিম মিয়ার পুত্র কদ্দুস মিয়া। এ ঘটনায় আরও অন্তত ৫-৭ জন মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
স্থানীয় সূত্রে জানা যায়. প্রতিদিনের ন্যায় সোমবার সকালেও স্টিলবডি নৌকা নিয়ে চেলানদীতে বালু উত্তোলন করতে আসে নিহত শ্রমিকসহ আরও কয়েকজন। এমতাবস্থায় সকালে বৃষ্টিপাতের সাথে বজ্রপাত ঘটে। এতে শ্রমিক কুদ্দুস মিয়া নিহত হয়,বাকিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুলন মিয়াকে মৃত ঘোষণা করেন।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।