Saturday, November 23, 2024
Homeঅন্যান্যকৃষিশাল্লার ভেড়া মোহনার হাওরে বোর ধান ক্ষতিগ্রস্তঃ

শাল্লার ভেড়া মোহনার হাওরে বোর ধান ক্ষতিগ্রস্তঃ

 

 

শাল্লা প্রতিনিধিঃ

 

হাওর এলাকার শাল্লা উপজেলার বিভিন্ন হাওরে অন্যান্য বছরের তুলনায় এবার ধানের ফলন ভাল হয়েছে, তবে বেশ কিছু স্থানে ফসল উৎপাদন ভাল হয় নি, ঐ সকল এলাকার কৃষকদের স্বপ্নে আঘাত হওয়ায় সুখে নেই তারা।

 

শাল্লা উপজেলার শাল্লা ইউনিয়নের অন্তর্গত ভেড়া মোহনার হাওরে ও সেন নগর  এলাকার বোর ধান ব্লাষ্ট রোগে আক্রান্ত হওয়ার সংবাদ পাওয়া গেছে,   শাল্লা ইউনিয়নের সেন নগর গ্রামের কৃষক চান জুল মিয়া, ছাইদুর মিয়া, হোসেন মিয়া, শাহজাহান মিয়া, আনছার মিয়া, মুক্তার মিয়া, মতলিব মিয়া, জাবুল মিয়া, মহিবুর রহমান, ছিদ্দিক মিয়া  সেবুল মিয়া নজরুল ইসলাম, দুলভপুর গ্রামের বাসিন্দা সেলিম মিয়া, আতাউর রহমান, আব্দুন নূর মিয়া

 

সহ ঐ এলাকার অনেক কৃষক সাংবাদিকদের জানান- সেন নগর বাঁধ এলাকা তার আশপাশের জমি সহ ভেড়া মোহনার  হাওরে প্রায় শতাধিক ক্ষেরের উপরে জমির  ধান ব্লাষ্ট রোগে আক্রান্ত হয়েছে, এতে করে কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন। একমাত্র বোর ফসল বোরো ধান নষ্ট হয়ে যাওয়ায় সুখে নেই কৃষক গন, তারা সরকারের সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন।

 

১৯ মে রবিবার এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আব্দুল্লাহ আল মাসুদ তুষারের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন মাঠে এখন ধান নেই তার পরও প্রনোদনা আসলে তাঁদেরকে সহায়াতা করা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments