Friday, November 8, 2024
Homeখেলাধুলাক্রিকেটবাংলাদেশ-যুক্তরাষ্ট্র সিরিজের ভেন্যু লন্ডভন্ড, খেলা নিয়ে শঙ্কা

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সিরিজের ভেন্যু লন্ডভন্ড, খেলা নিয়ে শঙ্কা

 

স্পোর্টস ডেস্ক,

 

যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ, তাই বিশ্বকাপ শুরু হওয়ার কিছুটা আগেভাগে দেশ ছেড়েছিল বাংলাদেশ। কিন্তু এখন ম্যাচ আয়োজন হবে কি না, সেটাই শঙ্কার মধ্যে পড়েছে।

 

 

২১ মে থেকে বাংলাদেশ বনাম যুক্তরাষ্ট্রের সিরিজটি হওয়ার কথা হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে। সেই ভেন্যুটিই ঝড়ের কবলে পড়ে লন্ডভন্ড হয়ে গেছে। ফলে প্রথম ম্যাচ তো বটেই, ২৩ মে দ্বিতীয় টি-টোয়েন্টি ও ২৫ মে তৃতীয় ম্যাচ হবে কি না, তাও শঙ্কায় রয়েছে।

 

 

ইএসপিএন ক্রিকইনফোর যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পিটার ডেলা পেনাও ম্যাচ আয়োজন হবে কি না, তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। এক্সে এক পোস্টে তিনি লেখেন, ‘২১ মে থেকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সিরিজটি হবে কি না, তা এই মুহূর্তে শঙ্কার মধ্যে রয়েছে। হিউস্টন এরিয়ায় বৃহস্পতিবার (১৬ মে) প্রচণ্ড ঝড় হয়েছে। ফলে স্টেডিয়ামের অধিকাংশ জিনিস নষ্ট হয়ে গেছে।’

 

যুক্তরাষ্ট্রের বিপক্ষে এ সিরিজ শেষে ওয়ার্ম আপ ম্যাচ খেলার কথা বাংলাদেশের। টাইগাররা খেলবে দুইটি ওয়ার্ম-আপ ম্যাচ। সূচি অনুযায়ী, ২৮ মে টেক্সাসের গ্র্যান্ড প্রেইরি ক্রিকেট স্টেডিয়ামে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। যা অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায়।

এরপর আগামী ১ জুন শেষ ওয়ার্ম-আপ ম্যাচে বাংলাদেশ খেলবে আসরের অন্যতম ফেবারিট দল ভারতের বিপক্ষে। তবে বাংলাদেশ-ভারত ম্যাচ কয়টায় অনুষ্ঠিত হবে তা এখনও নির্ধারণ করা হয়নি।

 

 

১ জুন পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের। বাংলাদেশের প্রথম ম্যাচ ৭ জুন, শ্রীলঙ্কার বিপক্ষে। ‘ডি’ গ্রুপে টাইগারদের অন্য সঙ্গীরা- নেপাল, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments