মৌলভীবাজার জেলা প্রতিনিধি:::
মৌলভীবাজারের কমলগঞ্জে বিশিষ্ট সমাজসেবক, দানবীর, ব্যবসায়ী রাজনীতিবিদ মরহুম মোঃ ফজলুর রহমানের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭মে) বিকালে ভানুগাছ বাজারে মো. বজলুর রহমান ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক খালিদ সাইফুল্লাহ রহমান ও ফান্ডেশনের আয়োজনে ফাউন্ডেশনের সভাপতি হাজী কামাল উদ্দিন এর সভাপতিত্বে ও শামসুর রেজা চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাওসার শোকরানা পান্না, বিশেষ অতিথি কুলাউড়া জনতা ব্যাংকের ব্যবস্থাপক মো. সালাহ্ উদ্দিন, মকবুল আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমান আলী সলমান, সফাত আলী সিনিয়র ফাজিল মাদ্রাসার শিক্ষক মাওলানা বাহার আলী, রাসেল হাসান বখত, জমির উদ্দিন, আব্দুর রহিম, মেশকাত হোসেন শাহীন, সাংবাদিক শাহীন আহমেদ, নাজমুল হাসান, মঞ্জুরই এলাহী তুহিন, সহকারী জেলা ম্যানেজার বন্ধু ফান্ডেশনের সহকারী জেলা ম্যানেজার সোহাগ আহমদ প্রমুখ।
বক্তারা বলেন, সত্তরের দশকে মোঃ বজলুর রহমান একজন সফল মহালদার হিসেবে অল্পবয়সেই যথেষ্ট সুনাম অর্জন করেন ।পরবর্তীতে তিনি ঠিকাদারী ব্যবসায় জড়িয়ে পড়েন। এছাড়া সমাজসেবা ও রাজনীতির সাথে তিনি সক্রিয় ছিলেন।
মো. বজলুর রহমান ফাউন্ডেশনের বিভিন্ন কর্মপরিকল্পনা নেয়া হয়। এর মধ্যে দরিদ্র-মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রতিবছর শিক্ষা বৃত্তি চালু করা, গণপাঠাগার ও সাহিত্য সংসদ প্রতিষ্ঠা করে বইপাঠ ও সাহিত্য- সংস্কৃতি চর্চার পরিবেশ নিশ্চিত করা, স্থানীয় শিক্ষায় অবদানের জন্য প্রতিবছর মো. বজলুর রহমান স্মৃতি সম্মাননা পদক চালু করা, কমলগঞ্জ উপজেলার দারিদ্রপীড়িত মানুষের কল্যাণে বিভিন্ন সেবামূলক উদ্যোগ গ্রহণ করা ও কমলগঞ্জ উপজেলার পরিবেশ ও জলবায়ু এবং দর্শনীয়-ঐতিহ্যমন্ডিত স্থানগুলোর উন্নয়নে সময়োপযোগী উদ্যোগ গ্রহণ করা।