জালাল উদ্দিন লস্কর, হবিগঞ্জ জেলা প্রতিনিধি::
সিলেট বিভাগীয় বিজ্ঞান মেলার বিজ্ঞান কুইজ প্রতিযোগিতায় ২০২৪ এ মাধবপুরের প্রেমদাময়ী বালিকা উচ্চ বি দ্যালয় এন্ড কলেজ সিলেট বিভাগে প্রথম স্থান অধিকার করেছে। বুধবার (১৫ মে) সিলেট জেলা স্টেডিয়ামের মোহাম্মদ আলী জিমনেসিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্টিত হয়।
সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমেদ ছিদ্দিকীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ জাকির হোসেন ও সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান।এর আগে স্বাগত বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্বাবধানে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয় আয়োজিত এ বিজ্ঞান মেলায় মাধববপুরের প্রেমদাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর তিন শিক্ষার্থী মাহমুদা ইসলাম মোনা,আদৃতা দেব চৌধুরী ও সেঁজুতি দাস বিজ্ঞান কুইজে বিভাগ সেরা হওয়ার গৌরব অর্জন করে।
প্রেমদাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুসা মিয়া জানান, বিদ্যালয়টিতে লেখাপড়ার পাশাপাশি এক্সট্রা কারিকুলার একটিভিতে বিশেষ নজর দেওয়া হয়।বিভাগীয় পর্যায়ে শ্রেষ্টত্ব অর্জন এই প্রচেষ্টারই ফল।
মাধবপুরের উপজেলা নির্বাহী অফিসার এ কে এম ফয়সাল তার অফিসিয়াল ফেসবুক পেইজে বিজ্ঞান কুইজে বিভাগ শ্রেষ্ট প্রেমদাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের জশিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।