মতিউর রহমান (দুলাল),গোয়াইনঘাট প্রতিনিধি:::
গোয়াইনঘাটে ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী ছাত্র সংগঠন তোয়াকুল ছাত্র কল্যাণ সংস্থার আয়োজনে ১ম সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬মে) সকাল ৯-১০টায় মাধ্যমিক ও দুপুর ১২-১ ঘটিকা পর্যন্ত উচ্চ মাধ্যমিক স্থরের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী নিয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সংগঠনের আহবায়ক শিব্বির আহমদ জানান, “ঐতিহ্যবাহী এই ছাত্র সংগঠক অতিথে স্কুল ভিত্তিক মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করতো এইবার ব্যতিক্রমী উদ্যোগ তোয়াকুল ইউনিয়নের ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৫০জন শিক্ষার্থী নিয়ে স্ব-স্ব প্রতিষ্ঠানের নিদৃষ্ট সময়ে ছাত্রকল্যাণ সংস্থার প্রতিনিধি টীমের মাধ্যমে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানগুলা হলো তোয়াকুল কলেজ,
তোয়াকুল বাজার উচ্চ বিদ্যালয়, সোনার বাংলা উচ্চ বিদ্যালয়, পূর্ব তোয়াকুল উচ্চ বিদ্যালয় ও পশ্চিম গোয়াইনঘাট দাখিল মাদ্রাসা।
তিনি জানান এ প্রতিযোগিতা আয়োজন করতে আর্থিক সার্পোট দিয়েছেন মৌলভীবাজার জেলার পুলিশ পরিদর্শক ও সংস্থার সাবেক সভাপতি শাহজাহান সিরাজ সেলিম, জৈন্তাপুর উপজেলা কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সংস্থার সাবেক সাধারনসম্পাদক ফয়েজ উল্লাহ্ ও বড়লেখা উপজেলা মৎস কর্মকর্তা মিসবাহ উদ্দিন আফজল।
আহ্বায়ক শিব্বির আহমদ সূত্রে আরো গেছে, প্রতিযোগিতার পুরষ্কার তিনটি শাখায় মোট ১৮ জনকে দেওয়া হবে। এছাড়া প্রত্যেক শাখা থেকে ১ম,২য় ও ৩য় স্থান অর্জনকারী শিক্ষার্থীর জন্য পুরষ্কার হিসেব নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্ট দেওয়া হবে।
উল্লেখ্য, সংস্থার সাধারণ জ্ঞান প্রতিযোগিতার ফলাফল ১৮ মে ২০২৪ বিকাল ৫.০০ ঘটিকায় সংস্থার অফিসিয়াল ফেইসবুক পেইজে প্রকাশিত হবে। এছাড়া স্ব স্ব প্রতিষ্ঠানে ১৯ মে সকাল ১০.০০টায় জানতে পারবেন।
সংস্থার আহবায়ক শিব্বির আহমদ’এর সার্বিক ব্যবস্থাপনায়, এই সাধারণ জ্ঞান প্রতিযোগিতার পরিক্ষা পদ্ধতি সার্বিক গুনগত মান পরিদর্শনে আসেন সংস্থার সাবেক সভাপতি জৈন্তাপুর তৈয়ব আলী কলেজের প্রভাষক মো. আব্দুর জব্বার, ছাত্র কল্যাণের প্রতিষ্ঠিতা সদস্য সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আহসান উল্লাহ্, সৈয়দ বদরুল, বাংলাদেশ সেনাবাহিনীর সার্জেন্ট দুলাল আহমদ, সংস্থার সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাংবাদিক মতিউর রহমান (দুলাল)।
এ সাধারণ জ্ঞান প্রতিযোগিতা সফলের লক্ষে যারা কাজ করেছেন তারা হলেন সংস্থার
যুগ্ন আহবায়ক আলম হোসেন, সদস্য মারজান আহমদ, জাকুয়ান আহমদ, সামসুজ্জামান দিপন, সাদিকুর রহমান, রঞ্জন বিশ্বাস, খায়রুল আমীন, আতিফুল ইসলাম চৌধুরী রাজা, রাজু আহমদ, জাহেদ রাব্বানী, জুবের আহমদ, জুবায়ের আহমদ, দুলাল আহমদ, উমা দেব, নাইমা আক্তার, লতিবা জাহান ফারজানা, আলিমা বেগম, শাহানা আক্তার ঝুমি, রুজিনা বেগম, সেলিম আহমদ, আকিব আহমদ, নাবিল আহমদসহ প্রমুখ।