রামকৃষ্ণ তালুকদার বিশেষ প্রতিনিধিঃ
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) প্রাথমিক বাছাইয়ে সুযোগ পেলো বানিয়াচংয়ের বক্সিং একাডেমির ৭ ক্ষুদে খেলোয়াড়।
সারাদেশ ব্যাপী বিকেএসপি’র খেলোয়াড় বাছাইয়ের অংশ হিসেবে গত ২২ এপ্রিল হবিগঞ্জ জেলার আধুনিক স্টেডিয়ামে প্রাথমিক বাছাই অনুষ্ঠিত হয়।
ওই প্রাথমিক বাছাইয়ে বানিয়াচং বক্সিং একাডেমির ৮ জন ক্রীড়া শিক্ষার্থী অংশগ্রহণ করে ৭ জন প্রাথমিকভাবে মনোনীত হয়েছেন।
বক্সিংয়ে ৪ জন সুযোগ পেয়েছেন। এরা হলেন শেখ জাহিদুল ইসলাম নাসিম(১২)সাইফুল ইসলাম মুবিন(১২)
বোরহান উদ্দিন(১২) হোসাইন মিয়া(১১)
হকিতে সুযোগ পেয়েছেন নাঈমা আক্তার (১০),
আমীরুন খানম(১২), এথলেটিক্সে সুযোগ পেয়েছেন মারুফ জমাদার (১১)।
প্রাথমিক বাছাইয়ে চূড়ান্ত মনোনীতদের কে গত ৮ মে পত্র মারফত বিকেএসপি থেকে জানানো হয়েছে।
ইতিপূর্বে ২০২০ সালে একজন খেলোয়াড় ক্রিকেট ও ২০২৩ সালে এথলেটিক্সে সুযোগ পেয়েছেন।
এছাড়াও বানিয়াচং বক্সিং একাডেমির দুজন নারী সেনাবাহিনীতে বক্সিং ও এথলেটিক্স হিসেবে রয়েছে।
বিভিন্ন দেশীয় ও বিদেশি ক্রীড়া গেমস ও বক্সিং টুর্নামেন্টে অংশগ্রহণ করে পদক জয়লাভ করেছেন।
এ ব্যাপারে বানিয়াচং বক্সিং একাডেমির পরিচালক ও কোচ উস্তাদ জুয়েল রহমান বলেন, মফস্বলের মতো এলাকা থেকে আমাদের একাডেমির অনেক শিক্ষার্থী দেশের জন্য সুনাম কুড়িয়েছেন।
আগামীতে আরও বড় সফলতা এই ক্ষুদে খেলোয়াড়রা নিয়ে আসবে বলে আমি বিশ্বাস করি।
আমি তাদের সফলতা কামনা করছি।