শাহ সুমন,(বানিয়াচং প্রতিনিধি):::
হবিগঞ্জের বানিয়াচংয়ে উপজেলা খাদ্য বিভাগ এর আয়োজনে, “শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ” এই স্লোগানকে সামনে রেখে বানিয়াচংয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ ২০২৪ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ মে) সকাল সাড়ে এগারোটায় খাদ্য গুদাম মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান’র সভাপতিত্বে ও (ভারপ্রাপ্ত ) খাদ্য কর্মকর্তা আব্দুস শহিদ মাহবুব এর সঞ্চালনায় প্রধান অতিথী হিসাবে উপস্থিত থেকে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য এডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল, এমপি। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাইফুল আলম সিদ্দিকী, , বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন, অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন, শংকর পাল, হেলাল আহমেদ শাহ,উপঃ খাদ্য পরিদর্শক, বিশিষ্ট ব্যবসায়ী ছামির আলী,সেবুল ঠাকুর, প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
সরকার ২০২৩-২৪ অর্থবছরের বোরো মৌসুমে ধান ও চাল সংগ্রহের নিতিমালা ঘোষণা করেছে। ঘোষিত নীতিমালা অনুযায়ী, চলতি বোরো মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে সিদ্ধ চাল ৫,৮৩৩ মেঃটন। আতপ চাল,১,৩১২ মেঃটন। চাষীদের কাছ থেকে ৪,৩৬১ মেঃটন ধান ক্রয় করা হবে।