মতিউর রহমান (দুলাল), গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলার লামনী প্রগতি উচ্চ বিদ্যালয়ে এবারের এসএসসি সমমানের পরীক্ষা-২০২৪এ ৯৪.৪৪ ভাগ ফলাফল অর্জন করেছে।
রবিবার (১২মে) সকাল ১২ টায় শিক্ষা মন্ত্রনালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে
বিঙ্গপ্তিতে এতথ্য নিশ্চিত করা হয়।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসাইন আহমদ জানান ২০২৪ অনুষ্ঠিত মাধ্যমিক পরীক্ষায় লামনী প্র.উ.বি. থেকে মানবিক বিভাগ থেকে ১৮ জন শিক্ষার্থী অংশগ্রহন করে ১৭জন কৃতকার্য হন।
এর মধ্যে “এ” প্লাস পেয়েছেন ১জন, “এ” প্রেড পেয়েছেরমন ৪জন , “এমাইনাস” পেয়েছেন ১০জন, “বি” গ্রেড পেয়েছে ২জন এবং “এফ” গ্রেড-১জন শিক্ষার্থী।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যালয়ের এই সফলতা অর্জনে বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী, অভিভাবক বৃন্ত, বিদ্যালয় পরিচালনা কমিটির ও এলাকাবাসীর প্রতি ধন্যবাদ জানান।
তিনি আরো জানাযায় ২০১৫ প্রতিষ্ঠিত এই বিদ্যালয়’টি কম বয়সে সুনামের সহীত পরিচালিত হয়ে আসচে। চলমান বছরে এসএসসি পরীক্ষায় ৪র্থ তম ব্যাচ হয়ে অংশগ্রহন করে এবং ২০২২ সালের পরীক্ষায় ৯৯% ও ২০২৩ সালে শতভাগ ফলাফল অর্জন করতে সক্ষম হয়।
তিনি জানান বিদ্যালয়ে অবকাঠামোগত উন্নয়ন ও জনবল সংকট রয়েছে, লামনী গ্রাম, এলাকাবাসীর পাশাপাশি বরাবরের মতো জনপ্রতিনিধি ও সরকারের সুদৃষ্টি কামনা করছি।
এবারের বিভিন্ন গ্রেডে কৃতকার্য শিক্ষার্থীদের মধ্যে, সুমা আক্তার প্রাপ্ত গ্রেড ‘এ-প্লাস’, জান্নাতুল ফেরদৌস রুমি ‘এ’, লিমা আক্তা ‘এ’, বুশরা আক্তার ‘এ’, মোমিয়া সুলতানা মোহনা ‘এ-মাইনাস’, শাহিনা আক্তার ‘এ’, মুন্নি আক্তার ‘এ-মাইনাস’, সানজিদা আক্তার ‘এ-মাইনাস’, রোমানা আক্তার’এ-মাইনাস’, সানজিদা আক্তার ‘বি’,
ফাহমিদা আক্তার ‘এ-মাইনাস’, সুমাইয়া আক্তার ‘এ-মাইনাস’, চাদনী আক্তার ‘বি’,
ফারজানা আক্তার ‘এ-মাইনাস’,
খালেদ আহমদ ‘এ-মাইনাস’, এমদাদুল হক ‘এ-মাইনাস’ ও তানজিল আহমদ ‘এ-মাইনাস’ ।