Friday, November 8, 2024
Homeখেলাধুলাক্রিকেটতামিম ইকবাল হঠাৎ ‍সিলেটের রাস্তায় পরিচ্ছন্নতা অভিযানে

তামিম ইকবাল হঠাৎ ‍সিলেটের রাস্তায় পরিচ্ছন্নতা অভিযানে

স্টাফ রিপোর্টার,

 

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে হঠাৎ পরিচ্ছন্নতা অভিযান করেছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। শুক্রবার রাত ১১টার দিকে নগর ভবনের সামনে থেকে সার্কিট হাউসের সামনে পর্যন্ত পচ্ছিন্নতা অভিযান করেন তিনি। ওই সময় সিটি মেয়র জানিয়েছেন, পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে তামিম ইকবালকে নিয়ে অভিযান করা হয়েছে।

 

কর্মসূচিতে অংশ নিয়ে সাবেক টাইগার অধিনায়ক তামিম ইকবাল বলেন, সারাদেশে সিলেটবাসীর আলাদা সুনাম আছে। বর্তমান সিটি মেয়র তার নির্দিষ্ট সময়ে সিটি কর্পোরেশনকে একটি আধুনিক নগর হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তামিম।

 

 

মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করায় তামিম ইকবালকে ধন্যবাদ জানিয়ে বলেন, তামিম প্রমাণ করলেন তিনি শুধু খেলার মানুষই নয়, একজন দায়িত্ব সচেতন এবং সম্মানিত নাগরিক। একজন সফল মানুষ। আমাদের এই আধ্যাত্মিক নগরীতে তার ভক্ত অনুরাগীর অভাব নেই। তাকে দেখে সবাই আমাদের নগরীকে আরও বেশি পরিচ্ছন্ন রাখতে আন্তরিক হবেন।

 

পরিচ্ছন্নতা অভিযানকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজে পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, জেলা যুবলীগের সাধারণ সম্পাদকমো. শামীম আহমদ, জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, মহানগর ছাত্রলীগের সভাপতি কিশোয়ার জাহান সৌরভ, সাধারণ সম্পাদক নাইম আহমদ , সিসিক’র প্রধান বর্জ্য কর্মকর্তা কর্ণেল (অব) একলিন আবেদিন, জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর প্রমুখ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments