Friday, November 8, 2024
Homeনির্বাচনমধ্যনগরে ১৮ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল 

মধ্যনগরে ১৮ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল 

 

 

স্টাফ রিপোর্টার:

 

সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আটারো জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।

 

 

বৃহস্পতিবার (৯ মে) মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন পর্যন্ত চেয়ারম্যান পদে ৮জন, ভাইস চেয়ারম্যান পদে ৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন। উপজেলার সহকারী রিটার্নং কর্মকর্তার তথ্যানুযায়ী আগামী ৫ই জুন অনুষ্ঠিত হবে মধ্যনগর উপজেলা পরিষদ নির্বাচন।

 

 

চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন তালুকদার, বীরমুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম, আ.লীগের সহ-সভাপতি প্রবীর বিজয় তালুকদার দেবল, সহ-সভাপতি সজল কান্তি সরকার, আলহাজ্ব মোঃ আব্দুর রাজ্জাক ভূঁইয়া, বরুণ কান্তি দাস গুপ্ত, দ. বংশীকুন্ডা ইউপির সাবেক চেয়ারম্যান মো. সাইদুর রহমান, মধ্যনগর উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আব্দুল আওয়াল মিছবাহ্।

 

 

ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন মধ্যনগর উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক বিদ্যুৎ কান্তি সরকার, দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়ন আওয়ামী লীগের(সাবেক) সাংগঠনিক সম্পাদক সুজিত চন্দ্র তালুকদার, আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো. জসীম উদ্দীন চৌধুরী, পংকজ আরেং, মো. এমদাদুল হক খোকা, মোঃ আনোয়ার হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. হযরত আলী ও দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি এনামুল হক।

 

 

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন মনোনয়ন জমা দিয়েছেন। একজন মধ্যনগর উপজেলা যুব-মহিলা লীগের সভাপতি শান্তা চৌধুরী ও অন্যজন সমাজকর্মী হনুফা আক্তার।

 

উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস সহ তিনটি পদে সর্বমোট ১৮জন প্রার্থী নির্বাচনী মাঠে লড়তে মনোনয়ন দাখিল করেন। মধ্যনগর উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা অতীশ দর্শী চাকমা বিষয়টি নিশ্চিত করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments