নিজস্ব প্রতিবেদক,
আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ৪র্থ ধাপে সুনামগঞ্জের শান্তিগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন ১৩ জন প্রার্থী। চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী অনলাইনে মনোনয়ন পত্র দাখিল করেছেন।
বৃহস্পতিবার (৯ মে) মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন মোট ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। বিষয়টি নিশ্চিত করেছেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা।
শান্তিগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সাদাম মান্নান অভি এবং উপজেলা যুবলীগের সভাপতি এডভোকেট বুরহান উদ্দিন দোলন।
ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ রুকনুজ্জামান রুকন, উপজেলা যুব জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খাঁন, মোশাররফ হোসেন জাকির, শ্রমিকলীগ নেতা আনোয়ার হোসেন প্রমুখ।
এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান দোলন রানী তালুকদার, মোছা. রফিকা মহির, খাইরুন নেছা, নাজমা আক্তার ও জেসমিন আক্তার মনোনয়নপত্র জমা দেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, চতুর্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে শান্তিগঞ্জ উপজেলায় মনোনয়ন ফরম দাখিল করার শেষ দিন ৩টি পদে ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়ন ফরম যাচাই-বাছাই করা হবে ১২ মে৷ মনোনয়ন ফরম প্রত্যাহারের শেষ তারিখ ১৯ মে। প্রতীক বরাদ্দ ২০ মে এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ৫ জুন বুধবার।