গোয়াইনঘাট প্রতিনিধি,মতিউর রহমান (দুলাল):
বর্ণাঢ্য আয়োজনে সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নে বীরকুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সাবেক শিক্ষকদের জাঁক ঝমকপূর্ণ আয়োজনে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার ৯ মে বিকাল ৩টায় বিদ্যালয় মাঠে,সাবেক শিক্ষার্থীদের আয়োজনে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান পরিচালনা কমিঠির সভাপতি মঞ্জুর আহমদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শেখ আরিফুল ইসলাম ও আবুল কালামের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর হায়াতুল ইসলাম আকঞ্জি, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট সরকারি মহিলা কলেজের সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ জিল্লুর রহমান,
সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আতিকুর রহমান, বীরকুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফেজ মৌলানা বশিরউজ্জামান চৌধুরী,
বহর সরকারি প্রাথমি বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমাদুল কিবরিয়া বকুল, ৯নং ওয়ার্ডের সাবেক মেম্বার সামস্ উদ্দিন আল-আজাদ, বাংলাদেশ সেনাবাহিনী কর্পোরাল বিলাল উদ্দিন প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য অত্র বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী দেলোয়ার হোসেন,পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ জাহাঙ্গীর আলম।
সংবর্ধিত বিদায়ী শিক্ষকরা হলেন, অত্র বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. নূরুল আমিন, সহকারী শিক্ষক মহ্সিন আহমদ ও সাবেক সহকারী শিক্ষক মো. আব্দুন নূর। অবসরজনিত বিদাযী সংবর্ধিত শিক্ষকবৃন্দ শিক্ষকতা জীবনের উপর স্মৃতিচারন মূলক বক্তব্য রাখেন।
অতিথিবৃন্দ সাবেক শিক্ষার্থীদের এই আয়োজনের প্রশংসা করে বলেন,সমাজে গুণীজনদের মূল্যায়ন ও কদর করলে গুণীজনের পাশাপাশি যারা গুণীজনের সম্মানে কাজ করে তাদেরও সমাজে মূল্যায়ন বাড়ে তারা মূল্যায়িত হয়। নতুন প্রজন্ম উৎসাহিত হয়,ভবিষ্যৎ প্রজন্ম আমাদের কাছ থেকে ভালো কাজগুলো শিখে।
বিদায়ী সংবর্ধিত শিক্ষকবৃন্দকে ফুলছিটিয়ে অনুষ্ঠানে বরণ করা হয় এবং গেরেন্ডা ও গোলাপ ফুল দিয়ে গাড়ি সাজিয়ে অনুষ্ঠান মঞ্চ থেকে সম্মানের সহিত শিক্ষকবৃন্দকে যার যার বাড়িতে পাঠানো হয়।