Friday, November 8, 2024
Homeনির্বাচনজাল ভোটের অভিযোগে সিলেটে চা শ্রমিকদের ভোট বর্জন

জাল ভোটের অভিযোগে সিলেটে চা শ্রমিকদের ভোট বর্জন

 

 

নিজস্ব প্রতিবেদক,

সিলেট সদর উপজেলার একটি কেন্দ্রে জাল ভোটের অভিযোগ তুলে ভোট বর্জন করেছেন চা শ্রমিকরা। এ নিয়ে তারা হট্টগোল শুরু করলে দুপুর দেড়টা থেকে এ কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত রয়েছে। পরে বেলা আড়াইটার দিকে ভোট বর্জনের ঘোষণা দেন চা বাগানের ভোটাররা।

 

আজ সিলেট সদরের টুকেরবাজার ইউনয়নের ৯নং ওয়ার্ডের দলদলি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটেছে।

 

 

 

জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে দলদলি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের একটি বুথে একসঙ্গে কয়েকজন যুবক প্রবেশ করেন। এসময় চা বাগানের শ্রমিকরা জাল ভোট দেওয়ার অভিযোগ তুলে হট্টগোল শুরু করলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শৃঙ্খলা ঠেকাতে কেন্দ্রের ফটক বন্ধ করে। ঘণ্টাখানেক পর ফটক খুলে দেওয়া হলেও দুপুর ২টার দিকে চা শ্রমিকরা ভোট বর্জনের ঘোষণা দেন।

 

সিলেট সদর উপজেলা নির্বাহী (ইউএনও) অফিসার নাছরীন আক্তার বলেন, এ কেন্দ্রে কিছু সমস্যা হয়েছে।

 

 

ঘটনাস্থলে ম্যাজিস্ট্রেটসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে রয়েছেন। বিষয়টি সমাধান করার চেষ্টা করা হচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments