Saturday, November 23, 2024
Homeসিলেট বিভাগসুনামগঞ্জ১৫ আগষ্টের শোককে শক্তিতে পরিনত করে প্রধানমন্ত্রীর ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়তে হবে-এমপি...

১৫ আগষ্টের শোককে শক্তিতে পরিনত করে প্রধানমন্ত্রীর ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়তে হবে-এমপি মানিক

দোয়ারাবাজার প্রতিনিধি:::

সুনামগঞ্জ ৫,ছাতক-দোয়ারাবাজার নির্বাচনী এলাকার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন,যে নেতার জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না, সেই নেতাকে স্বাধীনতার মাত্র সাড়ে তিন বছরের মধ্যে স্ব-পরিবারে হত্যা করে মোশতাক চক্র। তারা বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে স্বাধীন বাংলাদেশকে অন্ধকারের দিকে ধাবিত করার চেষ্টা করেছিল। কিন্তু আল্লাহর মেহেরবানী ও দেশবাসীর দীর্ঘ লড়াই-সংগ্রামে ১৯৯৬ সালে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামীলীগ সরকার গঠনে সক্ষম হয়।

এই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর তনয়া জননেত্রী শেখ হাসিনা এখনো সরকার পরিচালনা করে যাচ্ছেন। যে কারণে দেশ আজ উন্নয়নের মডেল হিসাবে বিশ্বে স্বীকৃতি লাভ করেছে। ইতি মধ্যে প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ গড়ার সফল বাস্তবায়নের পর স্মার্ট বাংলাদেশ গড়ার কর্মসূচি ঘোষণা করেছেন। তার এই ঘোষণার সফল বাস্তবায়ন ও উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে ১৫ই আগস্টের শোককে শক্তিতে পরিনত করে জননেত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় বসাতে হবে।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ছাতক-দোয়ারা আসনে নৌকার বিজয় নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি। মঙ্গলবার ১৫ আগষ্ট বিকেলে দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতিকের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আবুল মিয়ার পরিচালনায় দোয়ারাবাজারের মা জননী সেন্টারে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী বাবু, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আব্দুল খালেক,মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সফর আলী,যুগ্ম আহবায়ক আমিরুল হক,ইউপি চেয়ারম্যান মিলন খান,আব্দুল হামিদ,আহমদ আলী আপন,আব্দুল ওয়াহিদ,ইজ্জত আলী,যুগ্ম আহবায়ক অধ্যক্ষ একরামুল হক,মহিলা ভাইস চেয়ারম্যান ছালেহা বেগম, আওয়ামী লীগ নেতা এড. ছায়াদুর রহমান, সাবেক চেয়ারম্যান কাজী আনোয়ার মিয়া আনু,মাস্টার
তৈয়ব আলী, স্বেচ্ছাসেবক লীগের নেতা কামরুজ্জামান রুবেল, রফিকুল ইসলাম, প্রবাসী নেতা আকবর আলী, ছাতক উপজেলা আওয়ামী লীগ নেতা আফজাল হোসেন, উপজেলা যুবলীগের আহবায়ক জসিম উদ্দিন মাস্টার, রমিজ উদ্দিন, যুবলীগ নেতা শাহ জাহান,সালাহ উদ্দিন, মইনুল ইসলাম, কৃষক লীগের আহবায়ক তাহের মিয়া,যুগ্ম আহবায়ক বাবুল মিয়া, মুক্তি যোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি বশির আহমদ,সাধারণ সম্পাদক রুহুল ফেরদৌস পুলক,ছাত্রলীগ নেতা নিউটন দাস শয়ন,শেখ সুমন আহমদ, রেজাউল হক,এনামুল হাসান,হুমায়ুন রশিদ প্রমুখ। এর আগে উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পণ করেন মুহিবুর রহমান মানিক এমপি। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত শোক সভায় ও প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments