ঝলক দত্ত, শ্রীমঙ্গল প্রতিনিধি:
শ্রীমঙ্গলের অন্যতম সেবামূলক সংগঠন স্বেচ্ছায় রক্তদান সংস্থার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও উপদেষ্টা মন্ডলীদের পরিচয়পত্র হস্তান্তর করা হয়।
শনিবার(৪ মে) রাত ৮টায় শ্রীমঙ্গল শহরের পানসী রেস্টুরেন্টের পার্টি সেন্টারে শ্রীমঙ্গল স্বেচ্ছায় রক্তদান সংস্থার চেয়ারম্যান মো: আমজাদ হোসেন রনির সভাপতিত্বে ও মহাসচিব অর্জুন ঘোষ এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন স্বেচ্ছায় রক্তদান সংস্থার উপদেষ্টা ডা. মো: আব্দুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানে সংগঠনটির বিভিন্ন কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। সংগঠনটির
উপদেষ্টা ডা.মো: আব্দুল্লাহ আল মামুন রক্তদাতাদের মানবতার সেবক উল্লেখ করে বলেন, অসহায় ও মুমুর্ষ রোগীদের রক্তদান একটি মহৎ কাজ। এরাই সমাজের বিবেকবান মানুষের একটি অংশ। তিনি সকলকে রক্ত দেয়ার জন্য আহবান জানান।
স্বেচ্ছায় রক্তদান সংস্থার চেয়ারম্যান মো: আমজাদ হোসেন রনি বলেন, শ্রীমঙ্গল স্বেচ্ছায় রক্তদান সংস্থাটি একটি মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন। বিনামূল্যে রক্তদান, ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন, অসহায় অসুস্থ মানুষকে আর্থিক সহায়তা প্রদান সহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে সংগঠনটি। এই রক্তদান কর্মসুচী অব্যাহত থাকবে বলে তিনি জানান।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলা শাখার সহ- সভাপতি গোলাম রহমান মামুন, সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশন এর সভাপতি মতিউর রহমান মতিন, সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন রিপন।
উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল স্বেচ্ছায় রক্তদান সংস্থার যুগ্ম মহাসচিব ঝলক দত্ত, উত্তম রায়, আশিষ রবি দাস, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন তালুকদার,সহ সাংগঠনিক সম্পাদক মো: রবি উদ্দিন, মো: আলমঙ্গীর হোসেন, দপ্তর সম্পাদক মো: দুলা মিয়া, আইন বিষয়ক সম্পাদক পংকজ সরকার,,মহিলা বিষয়ক সম্পাদক তাহমিনা খাতুন, যুব বিষয়ক সম্পাদক মো: মালেক প্রমুখ।