বিশেষ প্রতিনিধি,
শনিবার রাত সাড়ে ৮টার পর থেকে বিভাগের চার জেলাতেই বিদ্যুৎ সরবরাহে সমস্যা দেখা দেয়। এক ঘণ্টা পর থেকে কিছু কিছু জায়গায় বিদ্যুৎ চালু করা হয়েছে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সিলেটের প্রধান প্রকৌশলী আব্দুল কাদির রাত ৯টা ২০ মিনিটে বলেন, “আশুগঞ্জসহ সিলেটের বিদ্যুৎকেন্দ্রগুলো বন্ধ রয়েছে। গ্রিড লাইন ট্রিপ করায় দপ্তরের সকল এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়েছে।
“আশুগঞ্জের পর থেকে বিদ্যুৎ নাই। সময় লাগবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে। তবে মেডিকেলসহ গুরুত্বপূর্ণ এলাকাতে বিদ্যুৎ রয়েছে।”
সিলেট মহানগরীর গুরুত্বপূর্ণ কিছু এলাকায় রাত সাড়ে ৯টার দিকে বিদ্যুৎ সরবরাহ চালু হতে দেখা গেছে।
নগরীর ৮ নম্বর ওয়ার্ডের গোয়াবাড়ি এলাকার বাসিন্দা লবীব আহমদ বলেন, “সারাদিন অফিস করে ৮টায় বাসায় ফিরে দেখি বিদ্যুৎ নেই। এদিকে তীব্র গরম আর মশার কামড় তো আছেই। কোনটা সামাল দেব বুঝে উঠতে পারিনি৷
“বিদ্যুৎ না থাকায় আর গরম থাকায় ভাতিজারা পড়ার টেবিলে বসেইনি। কাল আবার তাদের অনেক হোমওয়ার্ক রয়েছে। এভাবে বিদ্যুতের ভেলকিবাজি চলতে থাকলে তো আর আমাদের বাঁচার কোনো উপায় নেই।”
রাত সাড়ে ৯টার দিকে বাসায় বিদ্যুৎ এসেছে বলে জানান লবীব আহমদ।
পিডিবির হবিগঞ্জের প্রধান প্রকৌশলী মঞ্জুর মোরশেদ রাত সাড়ে ১০টার দিকে বলেন, “গ্রিডের সমস্যার কারণে পুরো এলাকা বিদ্যুৎহীন অবস্থায় ছিল। এখন যে বিদ্যুৎ আছে তা দিয়ে রেশনিং করে চালানো হচ্ছে। এলাকাভেদে এক ঘণ্টা করে লোডশেডিং করা হচ্ছে।”
পল্লী বিদ্যুৎ সমিতি মৌলভীবাজারের মহাব্যবস্থাপক মিজানুর রহমান বলেন, “রাত পৌনে ৮টা থেকে প্রায় ৪৫-৫০ মিনিট বিদ্যুৎ ছিল না। গ্রিডের সমস্যার কারণে এমনটা হয়েছে।”
তবে সুনামগঞ্জ জেলা শহরের বাসিন্দা একজন সংবাদকর্মী রাত ১১টার দিকে জানান, সেখানে বিদ্যুৎ রয়েছে। যদিও কিছু পর পর লোডশেডিং হচ্ছে।