Sunday, November 24, 2024
Homeসিলেট বিভাগসুনামগঞ্জপ্রেমের টানে দোয়ারাবাজারে চলে আসা ভারতীয় নারীকে নিজ দেশে ফেরত

প্রেমের টানে দোয়ারাবাজারে চলে আসা ভারতীয় নারীকে নিজ দেশে ফেরত

বিশেষ প্রতিনিধি,

 

প্রেমের টানে এক ভারতীয় নারী বাংলাদেশে চলে আসা নিয়ে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাশতলা সীমান্তে গত ৫ দিন ধরে চলা কৌতুহল নানা গুঞ্জনের অবসান হয়েছে।

বিজিবি, বিএসএফ,ভারতীয় পুলিশ সদস্যের উপস্থিতিতে শুক্রবার(৩-মে) সন্ধায় ওই ভারতীয় নারীকে ফেরত পাঠানো হয়েছে।

বিজিবিসূত্র জানায়,সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কলোনী গ্রামের আবুল হাশেম ও সাবেক ইউপি সদস্য আফসানা আক্তার মিমের ছেলে মিনহাজুল আবেদীন মারুফ(২৩) প্রায়ই ভারতে আসা-যাওয়া করতেন।

এই সুবাদে ভারতের মেঘালয় রাজ্যের ওয়েস্ট কাসি হিল জেলার সিআরডি ব্লুক মাইরাং থানার টিচ বাহ মাইভাং, বিপিও ল্যাংটোর ইস্টার্ন ওয়েস্ট হিলার ইস্ট মাইরাং এলাকার প্যানবোর্স্ক হেম সিয়েমলিহর মেয়ে দুই সন্তানের জননী ওয়ানপলি জিং কেমেন নংগ্রাম (২৩) সঙ্গে তার প্রেমের সম্পর্ক তৈরি হয়।

গত রবিবার (২৮ এপ্রিল) জিং কেমেন নংগ্রাম (২৩) প্রেমিক মিনহাজুল আবেদীন মারুফের বাড়ী বাংলাদেশে চলে আসেন। এরপরই ভারতীয় খাসিয়ারা বিষয়টি বিএসএফকে জানায়।

পরে বিএসএফ বিষয়টি বিজিবিকে জানালে জিং কেমেন নংগ্রামকে ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। ওই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আবার বিজিবি-বিএসএফ বৈঠক হয় এবং হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

বিজিবির বাশতলা ক্যাম্প কমান্ডার তাজুল ইসলাম বলেন, পতাকা বৈঠকের পর বিষয়টির শান্তিপূর্ণ সমাধান হয়েছে। ওই ভারতীয় নারীকে ফেরত পাঠানো হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments