Sunday, November 24, 2024
Homeসিলেট বিভাগমৌলভীবাজারকমলগঞ্জে চুরি রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সচেতন নাগরিকদের মতবিনিময় ও মিছিল

কমলগঞ্জে চুরি রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সচেতন নাগরিকদের মতবিনিময় ও মিছিল

 

মৌলভীবাজার জেলা প্রতিনিধি::

মৌলভীবাজারের কমলগঞ্জে গরু, ছাগল, গাছসহ সকল প্রকার চুরি বন্ধে সচেতন নাগরিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ৩ মে  বিকেলে কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে ইউপি সদস্য বুলবুল আহমেদ ওয়াতিরের সভাপতিত্বে ও জাকারিয়া আহমদ এর সঞ্চালনায় মতবিনিময় সভায় আলোচনায় অংশ নেন মুন্সীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জুনেল আহমেদ তরফদার, সচেতন নাগরিক আশরাফুল আলম,  মোস্তাকিম আহমদ,  আব্দুল বাছিত, আকাশ আহমদ তরফদার, সাহেদ আহমদ তালুকদার, হাবিবুর বহসান, ইলিয়াছুর রহমান, মাওঃ আব্দুল কাইয়ুমসহ আরো অনেকে।
বক্তারা বলেন, গত কয়েকদিন ধরে রামচন্দ্রপুর, ধর্মপুর, মিরতিংগা চা বাগানে একাধিক গরু চুরি হয়েছে। তার মধ্যে রামচন্দ্রপুর গ্রামের আব্দুল কাইউম কনাই এর ৪টি,  মতলিব মিয়ার ১টি, আশরাফুল আলমের ১টি, ধর্মপুর গ্রামের আব্দুল আহাদের ২টি, সেলিম মিয়ার ৪টি, মিরতিংগা চা বাগানে চা শ্রমিক সুনিল রায় ১টি, পাঙ্গু ভুমিজের ৩টি, গোপেন্দ্র সিংহের ২টি, লক্ষীকান্ত উরাংয়ের ১টি, কমলা উরাংয়ের ১টি ও দেওরাছড়া চা বাগানের পাঞ্চু মুন্ডার ১টি সহ মোট ২০টি গরু চুরি হয়েছে।

পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে একটি
সিন্ডিকেটের মাধ্যমে চুরি হচ্ছে।

বক্তারা প্রতি গ্রামে গ্রামে পাহারা দেয়ার জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়।

মতবিনিময় সভা শেষে উপস্থিত শত শত সচেতন নাগরিক রামচন্দ্রপুর গ্রামের প্রধান রাস্তায় চুরির বিরুদ্ধে মিছিল বের করে। মিছিলটি পুরো গ্রাম ঘুরানো হয়। অসহায় মানুষের গরু ফিরিয়ে দিতে এবং অবিলম্বে  চুর সনাক্ত করে আইনের মাধ্যমে বিচার প্রার্থনা করেন গ্রামবাসী।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments