Saturday, November 23, 2024
Homeখেলাধুলাক্রিকেটসাকিবের সেঞ্চুরিকে ম্লান করে দিল অনূর্ধ্ব-১৯ অধিনায়কের সেঞ্চুরি

সাকিবের সেঞ্চুরিকে ম্লান করে দিল অনূর্ধ্ব-১৯ অধিনায়কের সেঞ্চুরি

 

 

স্পোর্টস ডেস্ক,

 

২০১৯ বিশ্বকাপে ইংল্যান্ডের টনটনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরির পর একে একে পাঁচটি বছর কেটে গেল। প্রতিযোগিতামূলক ক্রিকেটে সেঞ্চুরির দেখা পাচ্ছিলেন না সাকিব আল হাসান। তবে অবশেষে আজ ঢাকা প্রিমিয়ার লিগে সেঞ্চুরির দেখা পেয়েছেন সাকিব। ৭৩ বলে শতক হাঁকানোর ম্যাচে সাকিব করেছেন ১০৭ রান- যেখানে ৯টি চার ও ৭টি ছয় ছিল। তবে এমন দুর্দান্ত ইনিংসের পরও শেখ জামালকে জেতাতে ব্যর্থ সাকিব।

 

বিকেএসপিতে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে সাকিবের ঝোড়ো সেঞ্চুরিতে ৯ উইকেটে ২৮০ রান তোলে শেখ জামাল। ২৮১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশকে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জেতানো দলের অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বির ১২৫ রানের ইনিংসে ২ উইকেটের জয় পেয়েছে গাজী গ্রুপ। অপরদিকে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ১১১ রানে হারিয়েছে তামিম ইকবালের প্রাইম ব্যাংক।

 

শেখ জামালের দেওয়া ২৮১ রানের লক্ষ্যে ইনিংসের শুরুটা ভালো করতে পারেনি গাজী গ্রুপ। ৩২ রানে ৩ উইকেট হারিয়ে ইনিংসের শুরুতেই চাপে পড়ে। তবে মাঝ ওভারে দলের হাল ধরেন মাহফুজুর রহমান রাব্বি। শুধু হালই ধরেননি, ম্যাচই জিতিয়ে ফেলেছেন। এই বাঁহাতি ব্যাটসম্যানের ১১৮ বলে ১২৫ রানের ইনিংসে ২ বল হাতে রেখে ২ উইকেটে জয় নিশ্চিত করে গাজী ক্রিকেটার্স।

 

ব্যাট হাতে ১০৭ রানের ইনিংস খেলা সাকিব বল হাতে তেমন কিছুই করতে পারেননি। ১০ ওভারে ৪৭ রান দিয়েছেন, উইকেটের দেখা পাননি।

 

বিকেএসপিতে পাশের মাঠেই বড় জয় পেয়েছে তামিম ইকবালের প্রাইম ব্যাংক। আগে ব্যাট করতে নেমে জাকির হাসানের ১৫৮ রানের ইনিংসে ৩৪১ রান করে তামিমের দল। জবাবে ব্যাট করতে নেমে হাসান মাহমুদের বোলিং তোপে মাত্র ২৩০ রানে গুটিয়ে যায় শাইনপুকুর। ৪টি উইকেট তুলে নেন হাসান।

 

অন্যদিকে ডিপিএলের চ্যাম্পিয়ন আবাহনী ফতুল্লায় ৯ রানে হারিয়েছে মোহামেডানকে। আগে ব্যাট করতে নেমে মোসাদ্দেক হোসেন সৈকতের ১৩৩ রানের ইনিংসে ৩০৩ রানের সংগ্রহ পায় আবাহনী। জবাবে ব্যাট করতে নেমে ২৯৪ রানে থামে মোহামেডান। ডিপিএলে আগেই শিরোপা নিশ্চিত করা আবাহনীই টুর্নামেন্টের এখনো একমাত্র অপরাজিত দল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments