স্পোর্টস ডেস্ক,
সাকিব আল হাসান শেষ কবে সেঞ্চুরি করেছেন, সেটা হয়তো তিনি নিজেও ভুলে গেছেন। ২০১৯ সালের জুনে ওয়ানডে বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষবার ব্যাট হাতে তিন অঙ্ক ছুঁয়েছিলেন বাংলাদেশি অলরাউন্ডার।
এরপর পেরিয়ে গেছে চার বছর ১০ মাস। এর মধ্যে কয়েকবার সেঞ্চুরির দ্বারপ্রান্তে গিয়েও ফিরতে হয়েছে নামের পাশে ‘ফিফটি’ নিয়েই। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়েছে সাকিবের।
আজ বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ৭৩ বলে ৯ চার ও ৭ ছক্কায় ঝড়ো সেঞ্চুরি করে সে অপেক্ষার অবসান ঘটিয়েছেন বাংলাদেশি ব্যাটসম্যান। এটি সাকিবের ‘লিস্ট এ’ ক্যারিয়ারের দশম সেঞ্চুরি।
বিকেএসপির চার নম্বর গ্রাউন্ডে গাজী গ্রুপের বিপক্ষে আগে ব্যাটিংয়ে নেমে ৬৩ রানে ৩ উইকেট হারায় শেখ জামাল। এরপর ব্যাটিংয়ে নামেন সাকিব। শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলতে থাকেন বাংলাদেশি অলরাউন্ডার।
৪৩ বলে ফিফটি করার পরে আক্রমণের ধার আরও বাড়িয়ে দেন সাকিব। ৭৩ বলে সেঞ্চুরি পূর্ণ করার পর ইনিংসটাতে আর লম্বা করতে পারেনি তিনি। আউট হয়েছেন ৭৯ বলে ১০৭ রান করে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৭ ওভারে ৫ উইকেটে ২৫৯ রান করেছে শেখ জামাল।