স্টাফ রিপোর্টার,
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ফেঞ্চুগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী অনলাইনে তাদের মনোনয়ন পত্র জমা করেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মাহবুবুল আলম। ২৯ মে বুধবার অনুষ্ঠিত হবে ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন।
চেয়ারম্যান প্রার্থী যারা মনোনয়ন জমা করেছেন তারা হলেন বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ নূরুল ইসলাম, বর্তমান ভাইস চেয়ারম্যান মো. জাহিরুল ইসলাম (মুরাদ), ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল, যুগ্ম-সাধারণ সম্পাদক ও এটিএন বাংলা সিলেট বিভাগীয় প্রধান শাহ মুজিবুর রহমান জকন, অ্যাডভোকেট সুলতানা রাজিয়া (ডলি), উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আশফাকুল ইসলাম (সাব্বির)।
ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন- সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শহীদুর রহমান (রোমান), মোসলেহ উদ্দিন আহমদ, মোঃ সায়েমুল আরেফিন, মোঃ জাহাঙ্গীর আলম ও দুর্জয় দাস রতন।
মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মোহিনী বেগম, ডালিয়া বেগম ও ইয়াসমিন জাহান তাম্মি।
নির্বাচন অফিস থেকে প্রাপ্ত তথ্য সূত্রে জানা যায়, উপজেলার ৫টি ইউনিয়নে এবারে মোট ভোটার রয়েছেন ৮৮ হাজার ৫৫১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪৪ হাজার ৯৩৫ জন এবং মহিলা ভোটার ৪৩ হাজার ৬১৬ জন। কেন্দ্র রয়েছে ৩৬টি এবং ভোট কক্ষ ২৩৯টি।