বিশেষ প্রতিনিধি,
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ১২ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২ মে) সকালে জেলা রিটানিং কর্মকর্তার সম্মেলন কক্ষে প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেয়া হয়। প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোহাম্মদ মোবারক হোসেন ও কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনজিত কুমার চন্দ উপস্থিত ছিলেন।
জানা যায়, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ৪ জন ১২ প্রার্থী নির্বাচনে অংশ নিবেন।
চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ শামীম মোটরসাইকেল প্রতীক, জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক মো. মজির উদ্দিন আনারস প্রতীক ও ব্যবসায়ী আবুল মনসুর মো. রশিদ আহমদ ঘোড়া প্রতীক পেয়েছেন।
ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মো. লাল মিয়া চশমা, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আবিদুর রহমান উড়োজাহাজ, উপজেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ ইকবাল হোসেন মাইক, জেলা স্বেচ্ছাসেবকলীগের জনশক্তি ও কর্মসংস্থান সম্পাদক ইকবাল হোসাইন তালা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এডভোকেট আব্দুল্লাহ আল হেলাল টিউবওয়েল প্রতীক পেয়েছেন।
ভাইস চেয়ারম্যান মহিলা পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা বেগম ফুটবল, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন জাহান ফাতেমা হাঁস, মনোয়ারা বেগম ফুটবল ও ফাতিমা আক্তার পদ্মফুল প্রতীক পেয়েছেন।
২য় ধাপের এই নির্বাচনের প্রচার-প্রচারণা শেষ হবে ১৯ মে। ২১ মে সকাল থেকে বিকেল পর্যন্ত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।