Sunday, November 24, 2024
Homeখেলাধুলাক্রিকেটজিম্বাবুয়ে ছোট দল? আপত্তি শান্তর

জিম্বাবুয়ে ছোট দল? আপত্তি শান্তর

স্পোর্টস ডেস্ক,

 

আগামীকাল জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রামে শুরু হচ্ছে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ার আগে নিজেদের বাজিয়ে দেখার এটাই শেষ সুযোগ বাংলাদেশের। সে প্রস্তুতিতে জিম্বাবুয়েকেই পেয়েছে বাংলাদেশ।

 

প্রশ্ন উঠতে পারে, প্রস্ততি হিসেবে জিম্বাবুয়েকে পেয়ে বাংলাদেশের লাভ হচ্ছে কিনা। বর্তমানে বিশ্বের সেরা খেলোয়াড়রা আইপিএল নিয়ে ব্যস্ত। গত কয়েক বছর ধরে আইপিএল না খেলা মিচেল স্টার্কও এবার আইপিএল খেলছেন বিশ্বকাপের চিন্তা মাথায় রেখে। এই মার্কি টুর্নামেন্টে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি মোস্তাফিজুর রহমানও ফিরে আসছেন জিম্বাবুয়ে সিরিজ উপলক্ষ্যে।

 

পাকিস্তানের খেলোয়াড়রাও এই টুর্নামেন্ট খেলার সুযোগ পাচ্ছেন না। সে ঘাটতি তারা নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলে দূর করার চেষ্টা করবে। এদিকে বাংলাদেশ খেলছে এমন এক দলের বিপক্ষে যারা ২০ দলের বিশ্বকাপেই জায়গা করে নিতে পারেনি। আফ্রিকা অঞ্চল থেকে জিম্বাবুয়েকে টপকে বিশ্বকাপে গেছে নামিবিয়া ও উগান্ডা।

 

এ নিয়ে আজ সংবাদ সম্মেলনে প্রশ্ন রাখা হয়েছিল অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কাছে। জিম্বাবুয়েকে দুর্বল প্রতিপক্ষ বলতে আপত্তি আছে অধিনায়কের, ‘টি-টোয়েন্টিতে বড় দল, ছোট দল নেই। আপনি যেটা বললেন, জিম্বাবুয়ে উগান্ডার কাছে হেরে গেছে। এই জিম্বাবুয়ে কিন্তু কিছুদিন আগে শ্রীলঙ্কাকে হারিয়েছে। ওইরকম চিন্তা করলে খুব বেশি পার্থক্য মনে হয় না।’

 

বিশ্বকাপে যেতে না পারলেও জিম্বাবুয়েকে শক্ত প্রতিপক্ষ মনে করেন শান্ত। এ কারণেই পাঁচ ম্যাচের সিরিজটা কঠিন হবে বলে মনে করেন তিনি, ‘এখানে ম্যাচটা আমরা কীভাবে খেলছি, কীভাবে প্রস্তুত হচ্ছি, নিজেদের আত্মবিশ্বাস কীভাবে গড়ে তুলছি… এতটুকু বলতে পারি, সিরিজটা এত সহজ হবে না। অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজই হবে। কারণ তারাও অনেক ভালো দল।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments