বিশেষ প্রতিনিধি,
হবিগঞ্জের মাধবপুর ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে নিহত পাঁচজনের মধ্যে চারজনই একই পরিবারের। নিহতদের পরিচয় জানিয়ে এসব তথ্য নিশ্চিত করেছে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা–পুলিশ।
এর আগে বুধবার গভীর রাতে হবিগঞ্জের মাধবপুরে এই দুর্ঘটনা। ঘটনার পর থেকে ট্রাকের চালক পালিয়ে যায়।
দুর্ঘটনায় নিহতরা হলেন– পটুয়াখালীর বোয়ালিয়ার গলাচিপা এলাকার মো. জামাল মিয়া (৪০), তাঁর স্ত্রী কামরুন নাহার (৩৫), ছেলে অন্তর (১১) ও ছোট ভাই মো. এনামুল (৩৫)।
এ ছাড়া দুর্ঘটনায় নিহত অপরজন ছিলেন প্রাইভেট কারের চালক। তাঁর নাম হারুন ব্যাপারী(৩৫)। তিনি বরিশালের বাকেরগঞ্জর বড়পাশা গ্রামের ইউনুস ব্যাপারী ছেলে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন মজুমদার এসব তথ্য নিশ্চিত করেছেন।
ওসি সুজন মজুমদার জানান, রাত প্রায় ২টার দিকে সিলেটে মাজার জিয়ারত শেষে প্রাইভেট কারযোগে ঢাকায় ফিরছিলেন একই পরিবারের কয়েকজন। তাঁদের বাড়ি ঢাকার সাভারে। পথে সিলেটগামী একটি ট্রাকের সঙ্গে মাধবপুরের হরিতলা এলাকায় এলে ট্রাকের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে চালকসহ পাঁচজন নিহত হন।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। স্বজনদের খবর দেওয়া হয়েছে। আত্মীয় স্বজনেরা এলে মরদেহ হস্তান্তর করা হবে।
ওসি আরও বলেন, পুলিশ ট্রাকটি জব্দ করলেও চালক পলাতক রয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকলে মরদেহ ময়নাতদন্ত ছাড়া হস্তান্তর করা হবে।