বিশেষ প্রতিনিধি,
আমেরিকার নিউ ইয়র্ক স্টেটের বাফেলোতে দুই প্রবাসী বাংলাদেশিকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনাস্থলের সিসিটিভি ভিডিও দেখে রোববার বিকেলে ওই যুবককে গ্রেপ্তারের কথা জানানো হয়েছে। তবে তাঁর নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
গত শনিবার বেলা সাড়ে ১২টায় বাফেলোর জিনার স্ট্রিটে (ইস্ট ফেরি স্ট্রিট ও বেইলি অ্যাভিনিউ কর্নারে) এ হত্যাকাণ্ড ঘটে।
নিহতরা হলেন– সিলেটের কানাইঘাট উপজেলার আবু সালেহ মোহাম্মদ ইউসুফ (৫৮) এবং কুমিল্লার বাবুল মিয়া (৪৩)।
বাবুল মিয়া আগে সপরিবারে থাকতেন ম্যারিল্যান্ডে। সম্প্রতি তিনি বাফেলোতে বাড়ি কেনেন। আর ইউসুফ গত ডিসেম্বরে স্ত্রী ও দুই মেয়েসহ বাফেলোতে আসেন স্থায়ীভাবে বসবাসের জন্য।
ইনস্টাগ্রামে বাফেলো পুলিশ বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, জেনার স্ট্রিট ডবল হত্যাকাণ্ডে জড়িত এক ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়েছে। একটি বন্দুক উদ্ধার করা হয়েছে। গোয়েন্দারা এ হত্যাকাণ্ডের মামলার তদন্ত অব্যাহত রেখেছে।
এদিকে পৃথক এক বিবৃতিতে বাফেলো পুলিশ সন্দেহভাজন এক ব্যক্তির ছবি প্রকাশ করে তাঁর সম্পর্কে জনগণের কাছে তথ্য জানতে চেয়েছিল। তবে ছবির ব্যক্তি দুই বাংলাদেশি হত্যায় জড়িত কি না তা স্পষ্ট করা হয়নি।